মেগা ফাইনালের আগে বোল্টের ফিটনেস নিয়ে আশ্বস্ত করলেন রোহিত

আইপিএলের ইতিহাসে অন্যতম ‘নবীন’ দল দিল্লি ক্যাপিটালস। পন্ত,শ্রেয়স,পৃথ্বীর মতন তরুন প্রজন্মের প্রতিভাদের নিয়ে তৈরি তাদের দল। ২০১৯ মরসুমে তারা তৃতীয় স্থানে শেষ করে। এখন পর্যন্ত তারা আইপিএলের ট্রফি ঘরে তুলতে পারেনি। এবার যদিও ফাইনালে উঠেছে তারা।
নিউ জিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট মরসুমে এখন পর্যন্ত ২২ টি উইকেট নিয়েছেন। প্রথম কোয়ালিফায়ারে রোহিতের দলের এই বোল্টের বলেই বিপদে পড়ে দিল্লি। বোল্টের পরপর দুটি বলে দুটি উইকেট নেওয়ার ধাক্কা আর সামলে উঠতে পারেনি দিল্লি।  যে কোন পরিবেশে বলকে সুইং করানোর ক্ষমতা রাখেন বোল্ট। আইপিএল ইতিহাসে পাওয়ার প্লেতে বোল্ট অন্যতম সফলতম বোলার।

আরও পড়ুন- “তৃণমূলে ফিরছি না, শাহ ডাকলে কথা বলবো”, ফের ‘বিদ্রোহী’ বিধায়ক মিহির গোস্বামী
তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে মেগা ফাইনালে আদৌ কি দেখা যাবে বোল্টের জাদু। সব জল্পনার অবসান ঘটিয়েছেন রোহিত নিজেই।
মেগা ফাইনালের আগেরদিন বোলিং বিভাগে তাঁর অন্যতম সেরা অস্ত্রকে নিয়ে আশার কথা শুনিয়েছেন ‘হিটম্যান’। ম্যাচের আগেরদিন ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে রোহিত জানালেন, ‘ট্রেন্ট বোল্ট সুস্থ আছে। ও আজ গোটা দলের সঙ্গে প্র্যাকটিস সেশনেও অংশ নিয়েছে। গত দু’দিনে ও অনেকটা ভালো হয়ে উঠেছে। আশা করি আগামীকাল মাঠে নামতে কোনও সমস্যা হবে না।’ বুমরাহর সঙ্গে জুটি বেঁধে বোল্টের বোলিং ইতিমধ্যেই রাতের ঘুম কেড়েছে বিপক্ষ দলের।
উল্লেখ্য, প্রথম কোয়ালিফায়ারে দিল্লি শিবিরে প্রাথমিক ভাঙন ধরালেও বোল্ট তাঁর চার ওভার সম্পূর্ণ করতে পারেননি। চোটের কারণে দিল্লি ইনিংসের ১৪তম ওভারে মাঠ ছাড়েন কিউয়ি পেসার। এরপর আর মাঠে নামতে পারেননি বোল্ট।

Previous articleবিহারে নীতীশ না তেজস্বী? নাকি ‘কিং মেকার’ চিরাগ ?
Next articleনন্দীগ্রামের সভায় কী বললেন শুভেন্দু অধিকারী?