Saturday, August 23, 2025

বিজেপিকে ঠেকাতে ফের শরিক নীতীশ- তেজস্বী? জল্পনা শুরু

Date:

Share post:

গণনার প্রবনতা বলছে, বিহার দখলে হোঁচট খাওয়ার মুখে মহাজোট৷ ২০১৫-র মতো ২০২০ সালেও ভুল প্রমানিত হতে চলেছে যাবতীয় এক্সিট পোল৷

২০১৫- র বিহার বিধানসভার ভোটে প্রায় সবক’টি এক্সিট পোল বলেছিলো, বিহারে ক্ষমতায় আসছে বিজেপি নেতৃত্বাধীন NDA জোট৷
সেদিন JDU ছিলো না NDA-তে ৷ NDA-এর বিরুদ্ধে ছিলো JDU, RJD এবং কংগ্রেস৷ এক্সিট পোল বলেছিলো বিজেপির জয় নিশ্চিত ৷ কিন্তু তা ভুল প্রমাণিত হয়েছিল৷ মুখ্যমন্ত্রী হয়েছিলেন নীতীশ কুমারই৷

২০২০ সালের এক্সিট পোল দিনকয়েক আগে জানায় মহাজোটের জয় সুনিশ্চিত ৷ অথচ গণনার প্রবনতা বলছে, এবারের এক্সিট পোলও দশ গোল খেয়েছে ২০১৫-র মতোই৷

গণনার ট্রেন্ডে পরিষ্কার, ২০২০-এ বিহার বিধানসভার একক বৃহত্তম দল হতে চলেছে বিজেপি৷ নীতীশের JDU এখনও পর্যন্ত তিন নম্বরে৷ JDU-র পিঠ এবার দেওয়ালে ঠেকিয়ে দিয়েছে চিরাগ পাসোয়ানের LJP, আর এই চিরাগের পিছনে নীরবে মদত দিয়ে গিয়েছে বিজেপি৷ LJP-ও বেছে বেছে নীতীশের দলের বিরুদ্ধেই প্রার্থী দিয়েছে৷ ভোট কেটে পথে বসিয়েছে JDU-কে৷ বিজেপির এই খেলা যে নীতীশ ধরতে পারেননি, এমন নয়৷ কিন্ত এবার ‘শক্তিহীন’ নীতীশের ফোঁস করার ক্ষমতা নেই৷ পরিস্থিতি এমন, বিজেপি যদি ‘দয়া করে’ নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী করে, তাহলে কুর্সি ফিরে পাবেন নীতীশ ৷ নাহলে জুনিয়র-পার্টনার হয়ে মন্ত্রিসভায় থাকতে হবে৷ এবং এটাও ঠিক, নীতীশ যদি মুখ্যমন্ত্রী না হতে পারেন, তাহলে এবার আর নীতীশের মন্ত্রী হওয়া হবে না৷

ঠিক এই চান্সটাই নিতে চাইছে কংগ্রেস হাই কম্যান্ড৷ দিল্লিতে প্রাথমিক আলোচনা চলছে, বিজেপিকে রুখতে ফের যদি নীতীশ কুমার আর তেজস্বী যাদবকে আলোচনার টেবিলে আনা যায়৷ সেক্ষেত্রে, ২০১৫-র মতোই নীতীশ মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র দফতর-সহ উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব৷ পিছনে থাকবে কংগ্রেস ও বামেরা৷

তবে এবার সহজ হবেনা তেজস্বীকে রাজি করানো৷ তবুও সলতে পাকানোর কাজ চলছে৷ নীতীশ কুমার রাজি থাকলে বিজেপিকে গদির বাইরে রাখতে আসরে নামতে পারেন কংগ্রেস চেয়ারপার্সন সোনিয়া গান্ধীও৷
তবে এই সমীকরণ হবে কিনা, প্রথমে তা নির্ভর করছে নীতীশ কুমারের উপর৷ বিজেপি যেভাবে চিরাগ পাসোয়ানকে ব্যবহার করে নীতীশকে মাঠের বাইরে পাঠালো, তার ‘বদলা’ নিতে নীতীশ কুমার কতখানি আগ্রহী, তার উপরই নির্ভর করছে এই কৌশল৷ নীতীশ রাজি হলে, তেজস্বী যাদবকে বোঝাতে নামবেন স্বয়ং সোনিয়াজি৷ উদ্দেশ্য একটাই, বিজেপিকে ক্ষমতার বাইরে রাখা৷

গোটা বিষয়টি এখনও প্রাথমিকস্তরে৷ চূড়ান্ত ফলপ্রকাশের অপেক্ষায় সব পক্ষই৷

আরও পড়ুন-বিহারের চূড়ান্ত ফল জানতে মাঝরাত গড়াতে পারে, ধারনা নির্বাচন কমিশনের

spot_img

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...