জাতীয় বাংলা সম্মেলনের হাত ধরে ‘ঘরে ফেরার গান’

পেটের টানে গিয়েছিলেন রাজস্থানে। সে রাজ্যে একটি পরিবারে কাজে যোগ দেন ডোমজুড়ের বাসিন্দা অনুমতি হাতি। অভিযোগ, কাজে যোগ দেওয়ার কিছুদিন পর থেকেই ওই পরিবার অত্যাচার করে। তাঁকে শারীরিক ভাবে ও মানসিক ভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ। নিরুপায় অবস্থায় ওই মহিলার স্বামী শ্যামল হাতি জাতীয় বাংলা সম্মেলনের সাথে যোগাযোগ করে। অনুমতি হাতিকে ফিরিয়ে আনার জন্য সাহায্য চান তিনি।

জাতীয় বাংলা সম্মেলন জানিয়েছে, শ্যামল হাতি যোগাযোগ করার পরই প্রশাসনিক সাহায্য নেওয়া হয়। ডোমজুড় থানাতে অভিযোগ দায়ের করা হয় সংগঠনের পক্ষ থেকে। এরপর ডোমজুড় থানার পক্ষ থেকে রাজস্থানের নোখা থানায় যোগাযোগ করা হয়। নোখা থানার পুলিশের উদ্যোগে উদ্ধার করা হয় অনুমতি হাতিকে। জাতীয় বাংলা সম্মেলনের প্রতিনিধি দল রাজস্থানে গিয়ে অনুমতি হাতিকে উদ্ধার করে। সোমবার ভোরে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। জাতীয় বাংলা সম্মেলনের এই উদ্যোগে খুশি অনুমতি হাতি এবং তাঁর পরিবার। সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন অনুমতির স্বামী শ্যামল হাতি।

আরও পড়ুন:স্থানীয় কারুশিল্পে সেজে উঠছে ত্রিপুরার এমবিবি বিমানবন্দরের নয়া টার্মিনাল

 

Previous articleবিজেপিকে ঠেকাতে ফের শরিক নীতীশ- তেজস্বী? জল্পনা শুরু
Next articleমধ্যপ্রদেশ উপনির্বাচনে ২০টি আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস মাত্র ৭