নয়া রেকর্ডের পথে সেনসেক্স, শেয়ারের দাম এগিয়ে কোন কোম্পানিগুলির?

নয়া রেকর্ডের পথে সেনসেক্স। পর পর টানা ছ’দিন ঊর্ধ্বমুখী শেয়ারবাজারের গ্রাফ। শেয়ারবাজারকে টেনে তুলতে সাহায্য করছে ব্যাঙ্ক এবং আর্থিক সংস্থার শেয়ার।

সোমবার দুপুরে সেনসেক্স পৌঁঁছয় ৪২,৬৪৫ পয়েন্টে। তবে দিনের শেষে ৭০৪ পয়েন্ট বা ১.৬৮ শতাংশ উঠে অবস্থান করছে ৪২,৫৯৭ পয়েন্টে। অন্যদিকে নিফটি ১৯৭ পয়েন্ট বা১.৬২ শতাংশ উঠে অবস্থান করছে ১২৪৬১ পয়েন্টে। সোমবারও বিএসই এবং এনএসই স্টক এক্সচেঞ্জের সূচকের উত্থান অব্যাহত।

যেসব শেয়ারের দাম খুব বেড়েছে তাদের মধ্যে রয়েছে ইন্ডাসিন্ড ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল, আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, টাটা স্টিল,টেক মহিন্দ্র টাইটান। অন্যদিকে মারুতি, আইটিসি ,বাজাজ ফিনসার্ভ শেয়ারের দাম বেশ কমেছে।

আরও পড়ুন : কেমন যাবে আজকের দিনটি

Previous articleপাটলিপুত্র কার? জানতে অপেক্ষা আর কয়েক ঘণ্টার
Next article‘এক্সিট পোল’ কি মিলিয়ে দেবে ভোট ভাগ্য! গোটা দেশের নজর আটকে বিহারে