তরুণীকে ‘ফলো’ করে জুটল চড়-থাপ্পড়!

এক তরুণীকে দীর্ঘক্ষণ ‘ফলো’ করার মাশুল জুটল চড়-থাপ্পড়। কানধরে উঠবোস করে ক্ষমা চেয়ে মিলল নিষ্কৃতি। ভদ্রেশ্বরের ধিতারার বাসিন্দা ওই তরুণী ট্রেন ধরে শেওড়াফুলি যাচ্ছিলেন। তাঁর অভিযোগ, দীর্ঘক্ষণ ধরে ওই যুবক তাঁকে ফলো করতে থাকেন।

তরুণী তাঁকে এড়িয়ে শেওড়াফুলি স্টেশনে নামলে ওই যুবকও নেমে পড়েন বলে অভিযোগ। পরিস্থিতি আন্দাজ করে অভিযোগকারিণী  কিছুক্ষণ জিআরপি থানার সামনে বসে থাকেন। ওই যুবকও একটু দূরে ঠায় দাঁড়িয়ে থাকেন বলে অভিযোগ।

তরুণী অটো স্ট্যান্ডে গেলে যুবক সেখানেও তাঁর পিছু নেন। তখন ওই তরুণী অটো চালকদের বিষয়টি বললে, অটোচালক-সহ  স্থানীয় চায়ের দোকানদাররা যুবকটিকে ধরে ফেলেন।

তাঁর নাম জিজ্ঞাসা করলে বা কেন ফলো করছেন তা জানতে চাইলে তিনি কোনও উত্তর দেননি। ওই তরুণী অভিযুক্তকে ধরে চড়- থাপ্পরড় মারতে শুরু করেন। যুবক কান ধরে উঠবোস করে ক্ষমা চেয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান। তবে এ নিয়ে তরুণী আর পুলিশে অভিযোগ দায়ের করেনি বলেই সূত্রের খবর।

আরও পড়ুন:নন্দীগ্রামে জোড়া সভার মুখে দিব্যেন্দুর মন্তব্য, ফের ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়ই