Saturday, August 23, 2025

এবার তরুণ মুখ্যমন্ত্রী না কি চতুর্থ বা শেষবারের মতো বিহারের মসনদে বসবেন নীতীশ কুমার- জানা যাবে আর কয়েকঘণ্টা পরেই। ২৪৩ আসন বিশিষ্ট বিধানসভা নির্বাচনের শেষদফার ভোটগ্রহণ হয়েছে শনিবার। আজ গণনা শুরু হচ্ছে সকাল ৮টা থেকে।

বিহারের ৩৮টি জেলায় হয়েছে ৫৫টি গণনাকেন্দ্র। প্রথম ঠিক ছিল ৩৮টি জেলার প্রতিটিতে গণনাকেন্দ্র হবে। কিন্তু, কোভিড-প্রোটোকল অনুযায়ী, ভিড় কমাতে গণনাকেন্দ্রের সংখ্যা বাড়িয়ে ৫৫ করা হয়েছে। কড়া নিরাপত্তার পাশাপাশি বজায় রাখা হচ্ছে করোনা বিধি। গণনাকর্মীরা মাস্ক পরা বাধ্যতামূলক। ৪১৪টি বিধানসভার গণনা হবে। নিরাপত্তার জন্য সারা রাজ্যে মোতায়েন করা হয়েছে ৫৯ কোম্পানি আধাসেনা। স্ট্রংরুম পাহারা দেওয়ার জন্য মোতায়েন রয়েছে ১৯ কোম্পানি আধাসেনা। পাশাপাশি, নজর দেওয়া হয়েছে শহরের নিরাপত্তার দিকেও।

মূল দুই জোটেই একাধিক স্থানীয় দল সামিল। যদিও মূল লড়াই জেডিইউ- বিজেপি জোটের সঙ্গে আরজেডি, কংগ্রেস, বাম জোটের। প্রায় সব বুথফেরত সমীক্ষাতেই বিহারে নীতীশকুমারের নেতৃত্বাধীন বিজেপি- জেডিইউ জোটের ভরাডুবির ইঙ্গিত। লালুপুত্র তেজস্বী যাদবের নেতৃত্বে আরজেডি, কংগ্রেস, বামেদের মহাজোট বিহারে ক্ষমতা দখল করতে চলেছে বলে ইঙ্গিত। কোনও কারণে ত্রিশঙ্কু হলে চিরাগ পাসোয়ানের এলজেপি ও অন্য ছোট দলগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বুথফেরত সমীক্ষা সঠিক প্রমাণিত হল কি না জানতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version