Monday, August 25, 2025

যত মারবে তত বাড়বে। ২৪ ঘন্টার মধ্যে স্লোগান পরিবর্তন করলেন দিলীপ ঘোষ। কালচিনিতে এসে জনসভায় বিজেপি রাজ্য সভাপতি বললেন, আমাদের ভয় পেয়েছে, তবেই না আক্রমণ করছে। আমি বেশ মজা পাচ্ছি। ছোটবেলায় ক্রিকেট খেলায় আউট হয়ে গেলেই যার ব্যাট উইকেট সে সব ভেঙে দিত। কিছুতেই আউট করা যাবে না। এ রাজ্যেও তাই। বিরোধীরা কিছু করলেই হয় পুলিশ, নয় ক্যাডার হামলা। এখন রাজ্যে এসব খেলাই চলছে।

এদিন ভূটানের সীমান্ত জয়গাঁওতে আসার সময় বিজেপি রাজ্য সভাপতির কনভয়ে ঢিল ছোড়া হয়। ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। মোর্চা সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছিল। ‘গো ব্যাক’ ধ্বনি দিচ্ছিল। তার মাঝেই এই ঘটনা। দিলীপ বলেন, বলা হচ্ছে মোর্চা। কিন্তু কারা হামলা করেছে সবাই জানে। তৃণমূল-তৃণমূল। ভয় পেলেই মানুষ এসব করে। একটা গাড়ির কাচ ভেঙেছে। আরও ভাঙত। সোভাগ্য কারওর লাগেনি। কিন্তু ঢিল ছুড়ে গাড়ির কাচ ভাঙা যায়, মানুষের ভাঙা মন জোড়া যায়! তৃণমূলের এবার শেষ সময়। কেন্দ্র একের পর এক প্রকল্পে টাকা দিচ্ছে। রাজ্য তা ব্যবহার করছে না। কৃষক, মধ্যবিত্ত, গরিব মানুষ বঞ্চিত হচ্ছেন। এই সরকার না সরালে এই অনাচার বন্ধ হবে না।

এদিন পুলিশের তরফ থেকে বলা হয়, র‍্যালি করার অনুমতি ছিল না বিজেপির। তাই কনভয় এক সময় আটকানোর চেষ্টা হয়। তৃণমূল অবশ্য এই হামলার পরিপ্রেক্ষিতে বলেছে, বিজেপি এখন সব কিছুতেই তৃণমূলের ভূত দেখছে। বিগত কয়েক বছর পাহাড় এবং উত্তরবঙ্গের মানুষকে অসংখ্য প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি, কিন্তু একটাও পালন করেনি। তারই প্রতিক্রিয়া ঘটলেও ঘটে থাকতে পারে।

আরও পড়ুন- দেওয়ালি বাম্পার: ব্যাঙ্ককর্মীদের ১৫ শতাংশ বেতন বাড়ল

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version