Saturday, August 23, 2025

দেশি মদের ঠেকে ঘুমন্ত ৪ জনকে পিটিয়ে খুন। অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন ও মত ছিল বলে অভিযোগ। ভয়ঙ্কর এ ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুরিয়ায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

লাইসেন্স প্রাপ্ত দেশি মদের দোকানের মধ্যেই ঘুমোচ্ছিলেন ওই চার কর্মী। তারা নিজেরাও মত্ত ছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। সেইসময়েই সাধু মাজি নামে এক যুবক তাঁদের লাঠি দিয়ে এলোপাথাড়ি ভাবে মারধর করতে থাকেন।

আঘাতে গুরুতর আহত চারজনকে হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রাথমিক তদন্তের পর, পুলিশের অনুমান, সাধু মানসিক ভারসাম্যহীন এবং উগ্র স্বভাবের। এই কারণে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে খবর। এই দোকানেই সাধু মাজিকে আশ্রয় দেওয়া হয়। কিন্তু কী কারণে সাধু মাজি এই আক্রমণ চালালেন তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। তাঁকে গ্রেফতার করেছে জামুরিয়া থানার পুলিশ।

সাধুর বিরুদ্ধে আগে কোনও অপরাধের রেকর্ড নেই। কিন্তু কীভাবে একজন মানুষ হঠাৎ চারজনকে পিটিয়ে খুন করে দিতে পারে তা নিয়ে ধন্দে পুলিশ। তিনি যখন এভাবে পিটিয়ে মারছিলেন তখন টহলরত দুজন পুলিশকর্মী তাঁকে দেখতে পান বলে সূত্রের খবর। কিন্তু সাধুর উগ্র মূর্তি দেখে এগোতে সাহস পাননি তাঁরা। পরে থানা থেকে পুলিশ বাহিনী নিয়ে গিয়ে সাধুকে গ্রেফতার করা হয়। তবে অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়েও বেগ পেতে হয় বলে পুলিশ সূত্রে খবর। কী কারণে এই আক্রমণ তা সব দিক থেকে খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন : ১৩ নভেম্বর, শুক্রবারের বাজার দর

Related articles

মোলিনার কোচিংয়ে খেলার জন্যই মোহনবাগানে মেহতাব সিং

ক্লাবের নাম মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) এবং যার কোচ হোসে মোলিনা (Jose Molina)। এই দুটো নামের জন্যই কলকাতার বাকি ক্লাবকে...

কেরলে মহেশতলার গণধর্ষিতা তরুণীর সঙ্গে দেখা করতে বরাদ্দ ১ মিনিট! কী লুকোতে চাইছে বামসরকার

বামশাসিত কেরালায় (Kerala) গণধর্ষণের শিকার বাংলার পরিযায়ী শ্রমিক! নির্যাতিতা পাশে দাঁড়াতে টিম পাঠিয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

পূর্ব ভারতের ইতিহাসে প্রথম! হাড়ের ব্যাঙ্ক চালু হচ্ছে SSKM হাসপাতালে

আরও এক ধাপ এগোল বাংলা। পূর্ব ভারতের ইতিহাসে এই প্রথম। চালু হচ্ছে হাড়ের ব্যাঙ্ক। এসএসকেএমের অ্যানেক্স শম্ভুনাথ পণ্ডিত...

জুতোর কারখানায় আগুন, আতঙ্ক আনন্দপুরের গুলশন কলোনিতে

আনন্দপুরের গুলশন কলোনিতে একটি কারখানায় আগুন (factory fire) লাগার ঘটনায় চাঞ্চল্য শনিবার সকালে। ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রথমেই আগুন...
Exit mobile version