Saturday, January 10, 2026

অধীরে অসন্তোষ, চূড়ান্ত ক্ষুব্ধ সোমেনপুত্ররা কী ভাবছেন?

Date:

Share post:

সোমেন মিত্রের প্রয়ানের পর নতুন সভাপতি হয়ে অধীর চৌধুরী তাঁদের বাড়ি গিয়েছিলেন বটে, কিন্তু ভাঙা কাঁচ জোড়া লাগার নয়।

সোমেনবাবুর স্ত্রী শিখা মিত্র এবং পুত্র রোহন চরম ক্ষুব্ধ দলের উপর। সেটা গোপনও থাকছে না। উত্তর 24 পরগণার কংগ্রেস বিধায়কের দলত্যাগ নিয়ে টুইটে কংগ্রেস নেতৃত্বের সমালোচনা করেছেন রোহন। এমনকি তৃণমূলের বেচারাম মান্নার ক্ষোভ নিয়ে প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই দাঁড়িয়েছেন তিনি। ফলে জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন : ‘পালটি’ খেলেন নীতীশ, ‘ওকথা আমি বলিনি’

উল্লেখ্য, সোমেন মিত্র যখন কংগ্রেস থেকে তৃণমূলে যান তখন অন্যতম মূল ভূমিকা ছিল শিখা মিত্রর। পরে তিনিও তৃণমূলের বিধায়ক হন। অনেক পরে তাঁদের মধ্যে দূরত্ব হয়। সোমেন, শিখারা কংগ্রেসে ফিরে যান। তবে 2009 থেকে 2011, পরিবর্তনের সময়ে মমতার পাশেই ছিলেন সোমেনবাবু।

এদিকে একসময়ে অধীর চৌধুরীর উত্থান সোমেনের হাত ধরে হলেও পরে দূরত্ব সৃষ্টি হয়। এখনও সেই পর্ব চলছে।

সূত্রের খবর, রোহনকে পদ দেওয়া হলেও তাঁকে সুদূর বাঁকুড়ার দায়িত্ব দেওয়া হয়েছে। যেখানে রোহনের তেমন কিছু করার নেই। পাশাপাশি উত্তর কলকাতা জেলা কংগ্রেস সভাপতি পদ থেকে সোমেনবাবুর স্নেহধন্য অমিত ঘোষকে সরানো হয়েছে। যেহেতু সোমেনের মূল জায়গা ছিল উত্তর ও মধ্য কলকাতা, তাই এখানে অপমানিত বোধ করেছে সোমেনশিবির।

আরও পড়ুন : উত্তরে শিবাজীর হাত শক্ত করে সুদীপকে চ্যালেঞ্জের মুখে ফেললেন দিলীপ

সোমেনবাবুর প্রয়াণের পর শিখাদেবী শোকাহত। রোহনও। তাঁরা একটু গুটিয়ে রাখছেন নিজেদের। কিন্তু রোহনের পরের পর টুইটে বোঝা যাচ্ছে তিনি কংগ্রেসের উপর চটেছেন এবং মমতার প্রতি শ্রদ্ধাশীল। ফলে নতুন করে ভবিষ্যৎ সমীকরণ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। শিখাদেবী এখনই সক্রিয় রাজনীতি না করলেও রোহন কি বিকল্প চিন্তাভাবনার পথে? বাড়িতে মাকে আগলে রাখছেন রোহন। যা করবেন মায়ের সম্মতি নিয়েই করবেন।

spot_img

Related articles

ধুলাগড়ের কাছে রাসায়নিক বোঝাই লরিতে আগুন, পুড়ে ছাই বাস – গাড়ি 

হাওড়ার ধুলাগড় বাসস্ট্যান্ডের (Dhulagar bus stand) কাছে রাসায়নিক বোঝাই লরিতে অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তে দাউ দাউ জ্বলে উঠল বাস।...

আজ বাঁকুড়ায় অভিষেকের রণসংকল্প যাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে

বারুইপুর, আলিপুরদুয়ার, বীরভূম, মালদহ ঠাকুরনগরের পর এবার রণসংকল্প যাত্রায় শনিবার বাঁকুড়ায় সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...