আরপিএসজি সংস্থা ফ্র্যাঞ্চাইজি কিনতে আগ্রহী।নিশ্চয়ই ভাবছেন আইপিএল কেন? আইপিএল দুনিয়ায় অবশ্য এবারই প্রথম নয় আরপিএসজি। এর আগেও চেন্নাই, রাজস্থানের নির্বাসনের সময় সাময়িকভাবে দুই মরশুম পুণে ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছিল সঞ্জীব গোয়েঙ্কার সংস্থা ।
শুধুমাত্র তিনি নন, গোয়েঙ্কার সঙ্গেই আদানি, টাটা-র মতো কর্পোরেট জায়ান্টরা ফ্র্যাঞ্চাইজি কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।
আরও পড়ুন- পদ্মা সেতু: বাকি আর মাত্র চারটি স্প্যান
মার্চ-এপ্রিল মাসের আইপিএল আয়োজন হওয়ার কথা। নতুন দলের সংযুক্তি ঘটলে মেগা অকশন করতেই হবে। সেক্ষেত্রে নতুন করে দল গোছানোর সুযোগ দিতে হবে নতুন ফ্র্যাঞ্চাইজিদের।