Tuesday, August 26, 2025

সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে প্রায় ৩ কোটির সোনা-প্রতারণা, ধৃত এক

Date:

প্রতারণার শিকার হলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়।

পুরনো সোনা দিয়ে হলমার্কযুক্ত সোনা কেনা যাবে, এই প্রস্তাব দিয়েই নাকি সাংসদের সঙ্গে প্রতারণা করা হয়েছে৷ হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় ২ কোটি ৭৫ লক্ষ টাকার সোনার গয়না ও টাকা৷ এই প্রতারণায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিস।

আরও পড়ুন : ড্রাগ-কাণ্ডে ছেলে গ্রেফতার, সরানো হলো কেরল-সিপিএমের রাজ্য সম্পাদককে
ধৃতের নাম সুকুমার সামন্ত (৪৯)। পুলিস জানিয়েছে, ধৃত সুকুমার পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা। আলিপুর আদালতে ধৃতকে তোলা হলে বিচারক তাঁকে ২২ নভেম্বর পর্যন্ত পুলিস হেফাজতে পাঠিয়েছেন।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শতাব্দী রায়ের বিশ্বাস অর্জন করার জন্য অভিযুক্ত কিছু কাগজপত্র তাঁকে দেখায় এবং দেয়। সেই সব নথিই ভুয়ো বলে জানতে পেরেছে পুলিশ। এদিকে, উধাও হওয়া সোনার গয়না কোথায় রাখা হয়েছে বা কোন দোকানে দেওয়া হয়েছে তার খোঁজ চালাচ্ছে পুলিশ৷ সাংসদ শতাব্দী রায় দিনদুয়েক আগে গড়িয়াহাট থানায় প্রতারিত হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই ষড়যন্ত্র, বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে পুলিস ফৌজদারি মামলা রুজু করে। এই অভিযোগের তদন্তে নেমেছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। এরপরই গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন : আধার কার্ড তৈরির নামে প্রতারণা, হাতেনাতে ধরলেন এসডিও
সরকারি আইনজীবী আদালতে বলেন, পুলিশ তদন্ত করছে এই ঘটনার পিছনে আর কে কে জড়িত। এদিকে, ধৃতের হেফাজত থেকে যেসব নথিপত্র পাওয়া গিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

কৃষ্ণনগরে ছাত্রী খুনে এখনও অধরা অভিযুক্ত, পুলিশের হাতে ঘটনার পরমুহূর্তের ছবি!

কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে গুলি করে ছাত্রীকে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত প্রেমিক দেশরাজ সিং (Deshraj Singh)। উত্তরপ্রদেশের গোরখপুর...

ডুবিয়েছে “আগে রাম পরে বাম” থিওরি! বিস্ফোরক পোস্ট বাম জমানার প্রয়াত মন্ত্রীর ভাইপোর, এক সুর সূর্যকান্তরও

তৃণমূলকে ঠেকাতে রাজ্যে রাম-বাম (BJP-Left) হাত মিলিয়েছে। কোথাও বামের সমর্থন করেছে বিজেপিকে (BJP)। কোনও উল্টোটা। এই অভিযোগ শাসকদলের...

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর!

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...
Exit mobile version