Wednesday, August 20, 2025

অস্ট্রেলিয়া সফরের তিনটি ফরম্যাটের ভারতীয় দলে প্রথমে ডাক পাননি রোহিত শর্মা। যা নিয়ে শুরু হয় সমালোচনা। এরপর নির্বাচকদের তরফে জানিয়ে দেওয়া হয় রোহিতকে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে যোগ দিতে বলা হয়েছে রোহিতকে। রোহিতের এহেন চোট জল্পনার মাঝেই এবার আসরে নামলেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়। জানিয়ে দিলেন, রোহিত ৭০ শতাংশ ফিট। সেহেতু শুধুমাত্র টেস্ট সিরিজে রাখা হয়েছে রোহিত শর্মাকে।

সৌরভের বক্তব্য এটা বেশ স্পষ্ট যে, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে শেষ তিনটি ম্যাচে পুরোপুরি ফিট না হয়েই হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে নেমে পড়েছিলেন রোহিত শর্মা। আর ঠিক সেই সময় অস্ট্রেলিয়ার সফরের জন্য দল ঘোষণা করে বিসিসিআই। যার ফলে বাদ পড়েছেন রোহিত। পরে অবশ্য টেস্ট দলে অন্তর্ভুক্তি ঘটে তার। যদিও রোহিতের চোট কতটা গুরুতর সেই নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছিল। এই প্রসঙ্গে প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরও বিসিসিআই-এর তরফে রোহিতের চোট নিয়ে কোনও স্বচ্ছতা দেখানো হচ্ছে না বলে জানিয়েছিলেন।

আরও পড়ুন:কথা রাখলেন মুখ্যমন্ত্রী, প্রয়াত বিধায়ক গুরুপদ মেটের স্ত্রীকে চাকরি দিল সরকার

একদিকে রোহিতকে নিয়ে ক্রিকেটমহলে যখন জল্পনা শুরু হয়েছে অন্যদিকে তখন ঋদ্ধিমান সাহার চোট নিয়ে বিপরীত মেরুতে অবস্থান করছে বিসিসিআই। চোটের কারণে আইপিএলের প্লে অফ পর্যায়ে খেলতে পারেননি ঋদ্ধিমান। অথচ তাকে টিমের সঙ্গে পাঠানো হয়েছে অস্ট্রেলিয়ায়। এ প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘ঋদ্ধিমান সাহার টেস্ট শুরুর আগেই সুস্থ হয়ে যাবেন। যার জন্য অস্ট্রেলিয়াতে পাঠানো হয়েছে ওকে।’ একই দাবি করেছেন টিম ইন্ডিয়ার ফিজিও নীতিন প্যাটেল

Related articles

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

দেশে ফেরা হল না! আফগানিস্তানে বাসে ভয়াবহ আগুন লেগে মৃত ৭৮ যাত্রী

ভয়াবহ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে জ্বলে উঠল আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ড যাত্রীবোঝাই বাসে। মৃত্যু হয়েছে কমপক্ষে...
Exit mobile version