Saturday, May 3, 2025

অস্ট্রেলিয়া সফরের তিনটি ফরম্যাটের ভারতীয় দলে প্রথমে ডাক পাননি রোহিত শর্মা। যা নিয়ে শুরু হয় সমালোচনা। এরপর নির্বাচকদের তরফে জানিয়ে দেওয়া হয় রোহিতকে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে যোগ দিতে বলা হয়েছে রোহিতকে। রোহিতের এহেন চোট জল্পনার মাঝেই এবার আসরে নামলেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়। জানিয়ে দিলেন, রোহিত ৭০ শতাংশ ফিট। সেহেতু শুধুমাত্র টেস্ট সিরিজে রাখা হয়েছে রোহিত শর্মাকে।

সৌরভের বক্তব্য এটা বেশ স্পষ্ট যে, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে শেষ তিনটি ম্যাচে পুরোপুরি ফিট না হয়েই হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে নেমে পড়েছিলেন রোহিত শর্মা। আর ঠিক সেই সময় অস্ট্রেলিয়ার সফরের জন্য দল ঘোষণা করে বিসিসিআই। যার ফলে বাদ পড়েছেন রোহিত। পরে অবশ্য টেস্ট দলে অন্তর্ভুক্তি ঘটে তার। যদিও রোহিতের চোট কতটা গুরুতর সেই নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছিল। এই প্রসঙ্গে প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরও বিসিসিআই-এর তরফে রোহিতের চোট নিয়ে কোনও স্বচ্ছতা দেখানো হচ্ছে না বলে জানিয়েছিলেন।

আরও পড়ুন:কথা রাখলেন মুখ্যমন্ত্রী, প্রয়াত বিধায়ক গুরুপদ মেটের স্ত্রীকে চাকরি দিল সরকার

একদিকে রোহিতকে নিয়ে ক্রিকেটমহলে যখন জল্পনা শুরু হয়েছে অন্যদিকে তখন ঋদ্ধিমান সাহার চোট নিয়ে বিপরীত মেরুতে অবস্থান করছে বিসিসিআই। চোটের কারণে আইপিএলের প্লে অফ পর্যায়ে খেলতে পারেননি ঋদ্ধিমান। অথচ তাকে টিমের সঙ্গে পাঠানো হয়েছে অস্ট্রেলিয়ায়। এ প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘ঋদ্ধিমান সাহার টেস্ট শুরুর আগেই সুস্থ হয়ে যাবেন। যার জন্য অস্ট্রেলিয়াতে পাঠানো হয়েছে ওকে।’ একই দাবি করেছেন টিম ইন্ডিয়ার ফিজিও নীতিন প্যাটেল

Related articles

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...
Exit mobile version