Saturday, January 31, 2026

কলকাতার এই মন্দিরে মা কালীকে চাউমিন-চিলি চিকেনের ভোগ দেওয়াই রীতি

Date:

Share post:

কলকাতার এই মন্দিরে সারা বছরই হয় মায়ের পুজো। তবে আজ দীপান্বিতা কালীপুজোর বিশেষ তিথিতে মাতৃ আরাধনা বিশেষ রূপ পায়। দীপাবলির দিনে কালীপুজো উপলক্ষে প্রায় ২০০০ মানুষ সমবেত হন এই মন্দির চত্বরে। এখানে ঠাকুরকে ভোগ দেওয়া হয় চাউমিন, চপসি, চিলি চিকেনের মতো বিশুদ্ধ চীনা খাবার। করোনা কালে এবার অবশ্য আড়ম্বর অনেকটাই কম। নিয়ন্ত্রণ করা হবে ভিড়ও।


গল্প নয়, এটাই সত্যি!

এই অঞ্চলটি শহরবাসীদের কাছে প্রিয় সস্তার পানশালা আর মন ভরানো লোভনীয় চাইনিজ রেস্তোঁরার সমাহার। পানাহার করতে অনেকেই গিয়েছেন এইসব বার এবং রেস্তোঁরায়। কিন্তু তাঁরা অনেকেই হয়তো জানেন যে, এই চত্বরেই রয়েছে এক প্রাচীন কালী মন্দির!

আরও পড়ুন : লক্ষ্মীর সহোদরা, কিন্তু তিনিই দুর্ভাগ্যের প্রতীক! কে এই অলক্ষ্মী?

ট্যাঙরা অঞ্চলের এই এলাকা সু-পরিচিত চায়না টাউন নামে। কলকাতার আধুনিক চিনা সেটলমেন্ট। কিন্তু বহুদিন ধরেই কলকাতার বাসিন্দা তাঁরা। পুরনো চিনাবাজার ছেড়ে ট্যাঙরায় চলে আসেন পরে। সংশ্লিষ্ট এলাকায় বাঙলি বসতিও বহু প্রাচীন। চাইনিজ সংস্কৃতির সঙ্গে বাঙালি সংস্কৃতির সম্মিলন ঘটার সুযোগ পেয়েছে এই অঞ্চলকে ঘিরে। তারই পরিণামে এখানে গড়ে উঠেছে একটি কালী মন্দির। সেই মন্দির গড়ে ওঠার ইতিহাসও বড় কৌতূহলোদ্দীপক।

প্রায় ৬০ বছর আগে এখানে একটি সিঁদুর মাখা কালো পাথরকে পুজো করা শুরু হয়। কিংবদন্তি অনুসারে, একবার একটি বছর দশে‌কের গুরুতর অসুস্থ শিশু‌কে এই পাথরটির কাছে নিয়ে আসেন তার বাবা-মা। চিকিৎসকরা নাকি চূড়ান্ত জবাব দিয়ে দিয়েছিলেন শিশুটির ব্যাপারে। উপায়ান্তর না দেখে শিশুটির বাবা-মা পাথরটির সামনে শিশুটিকে রেখে বিরামহীন পূজার্চনা শুরু করেন। তারপরেই ঘটে মির‌্যাকল। ছেলেটি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। তারপর থেকেই এই ঠাকুরের খ্যাতি ক্রমশ বাড়তে শুরু করে। পাথরটিকে কেন্দ্র করে গ্রানাইটের মন্দিরটি গড়ে ওঠে বছর ১২ আগে।

আরও পড়ুন : ৪৯৯ বছর পর দীপাবলিতে বিরল কাকতালীয় যোগ ! জানুন এর গুরুত্ব

বিশুদ্ধ হিন্দু মতে হয় পূজা আর পুষ্পাঞ্জলি। কিন্তু ভোগ দেওয়ার সময়ে চলে আসে চাইনিজ সংস্কৃতির ছোঁয়া। কারণ, এখানে ঠাকুরকে ভোগ দেওয়া হয় চাউমিন, চপসি, চিলি চিকেনের মতো বিশুদ্ধ চিনা খাবার। চাইনিজ ধুপকাঠির সুগন্ধে আমোদিত হয়ে ওঠে চতুর্দিক।

সিটি অফ জয় কলকাতা সংস্কৃতির মিলনক্ষেত্র। সেই সাংস্কৃতিক মিলনেরই আর এক অনুপম দৃষ্টান্ত চাইনিজ কালীবাড়ি। এমন পুজো দেখতে একবার ঘুরে আসতে পারেন আপনিও।

spot_img

Related articles

IG পদে উন্নতির জন্য ফতোয়া: ২০১১ পরবর্তী ক্যাডারদের জন্য নতুন নিয়ম

কেন্দ্রে আইজি বা সমতুল পদে নিয়োগের ক্ষেত্রে আইপিএস আধিকারিকদের (IPS Officer) জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry) নতুন...

ফাইনালে ধরাশায়ী সাবালেঙ্কা, বদলার সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জিতলেন রায়বাকিনা

বিশ্বকে চমকে দিলেন রায়বাকিনা৷ বিশ্বের এক নম্বরকে তিন সেটের লড়াইতে হারিয়ে দিয়ে জিতে নিলেন কেরিয়ারের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন(Australian...

মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ সুনেত্রা পাওয়ারের

মহারাষ্ট্রের রাজনীতিতে শুরু হল এক নতুন অধ্যায়। শনিবার রাজ্যের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুনেত্রা পাওয়ার (Sunetra...

বিজেপি ছাড়তে চেয়েছিলেন অজিত! মমতার দাবিতে শিলমোহর অজিত-শারদ ভিডিওতে

মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার মৃত্য়ুর পরে বিমান দুর্ঘটনা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছিলেন একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা...