Tuesday, November 11, 2025

‘এ শূন্যতা অপূরণীয়’, সৌমিত্রর প্রয়াণে গভীর শোক প্রকাশ রাজ্যপালের

Date:

Share post:

টানা ৪০ দিন বেলভিউ হাসপাতালে লড়াইয়ের পর অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। রবিবার দুপুরে ৮৬ বছর বয়সী সৌমিত্রর মৃত্যুতে শোকস্তব্ধ সিনেমা জগৎ তথা গোটা রাজ্য। স্বনামধন্য বর্ষীয়ান এই অভিনেতার প্রয়াণে টুইট করে এদিন গভীর শোক প্রকাশ করলেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়।

কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ করে রাজ্যপাল জগদীপ ধনকড় এক টুইট করেন। যেখানে তিনি লেখেন, ‘প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে প্রকাশ করছি। তাঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরী হলো তা পূরণ করা অত্যন্ত কঠিন।’ টুইটে তিনি আরও লেখেন, ‘সৌমিত্র চট্টোপাধ্যায় হলেন প্রথম ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব যাঁকে অর্ডার দেজ আর্টস ও ডেস লেট্রেস ফ্রান্সের শিল্পীদের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছিল। পাশাপাশি দাদাসাহেব ফালকে-র মত সম্মানীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছেন তিনি।’

আরও পড়ুন:সৌমিত্র বলেছিল: আমাদের জুটিটা ভেঙে গেল

প্রসঙ্গত, মারণ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত সেপ্টেম্বর মাসে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। চিকিৎসকদের বিশেষ টিম গঠন করে চলতে থাকে তাঁর চিকিৎসা। তাঁর শারীরিক অবস্থা কখনও উন্নতি আবার কখনও অবনতির দিকে গিয়েছে। দীর্ঘ ৪০ দিন হাসপাতলে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে রবিবার দুপুরে তিনি চলে গেলেন না ফেরার দেশে।

spot_img

Related articles

দেশে বিস্ফোরণ, বিদেশে ‘ফটোশুটে’ প্রধানমন্ত্রী! তোপ তৃণমূলের

পহেলগামে নিরীহ পর্যটকদের একেবারে টার্গেট করে হত্যা করল সন্ত্রাসবাদীরা। সোমবারের দিল্লির বিস্ফোরণেও আগে থেকে সতর্কবার্তা ছিল দিল্লিসহ (Delhi)...

বুকে সংক্রমণ: লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে

বলিউডে সম্প্রতি যেন বিয়োগের গেরো। একদিকে ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্যদিকে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে...

রাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের

রাজধানীর নিরাপত্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই রাজধানী দিল্লিতে প্রাণখুলে বাঁচতে চাওয়া মানুষকে নিরাপত্তা দেওয়া নিয়ে বারবার উঠেছে প্রশ্ন...

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি...