Saturday, August 23, 2025

‘মদ বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল করুন’, নীতীশকে আবেদন বিজেপি সাংসদের

Date:

নীতীশ সরকারের আমলে বিহারে মদ বিক্রি ও খাওয়াকে গর্হিত অপরাধ হিসেবে গণ্য করা হয়। এখানে মদের ওপর জারি রয়েছে নিষেধাজ্ঞা। তবে এই নিষেধাজ্ঞা শিথিল করার দাবি জানিয়ে নীতীশ সরকারকে আবেদন করলেন ঝাড়খণ্ডের এক বিজেপি সাংসদ। নিশিকান্ত দুবে নামে ঝাড়খণ্ডের ওই বিজেপি সাংসদের দাবি, বিহারে মদ বিক্রি ও খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি থাকার ফলে অপরাধ বাড়ছে। পাশাপাশি রাজস্ব খাতে সরকারের আয় কমছে। ফলে মদ বিক্রির ওপর যে নিষেধাজ্ঞা জারি রয়েছে তা শিথিল করুন নীতীশ সরকার।

সম্প্রতি শেষ হওয়া বিহার নির্বাচনে আরও একবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার। এহেন সময়েই হবু মুখ্যমন্ত্রীর কাছে মদ বিক্রির নিয়মের শিথিলতা চেয়ে টুইট করে আর্জি জানিয়েছেন ঝাড়খণ্ডের সাংসদ নিশিকান্ত দুবে। টুইটে তার আবেদন, ‘রাজ্যে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা নিয়মে বদল আনুন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কড়া নিয়মের কারণে বিহারের বহু মানুষ প্রতিবেশী রাজ্য থেকে মদ কিনে খাচ্ছেন ও বিক্রি করছেন। এতে রাজ্যের রাজস্ব খাতে বিপুল ক্ষতি হচ্ছে। পুলিশ এবং রাজস্ব বিভাগেও দুর্নীতির ঘটনা বাড়ছে।’

আরও পড়ুন:চূড়ান্ত দায়িত্বহীনতা! স্যোশাল মিডিয়ায় সৌমিত্রকে নিয়ে এ কী লিখলেন অনুপম হাজরা?

প্রসঙ্গত, ২০১৫ সালের শেষ লগ্নে বিহারে মদ বিক্রি ও খাওয়ার উপর সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা জারি করেন নীতীশ কুমার। বিহারে অপরাধ কমানোর লক্ষ্যেই জারি করা হয় এই নিষেধাজ্ঞা। এরপর কড়া হাতে পরিস্থিতি সামলায় সরকার। বিগত কয়েক বছরে একাধিক জায়গায় চলে অভিযান। বিপুল পরিমাণ বেআইনি মদ বাজেয়াপ্ত করার পাশাপাশি মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয় বহু মানুষকে। নীতীশ সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান বিহারের মহিলারা। যার সুফল সাম্প্রতিক নির্বাচনেও পেয়েছে জেডিইউ। বিহার নির্বাচনের ফলাফলে চোখ রাখতে দেখা যাবে বিহারে ৫০ শতাংশেরও বেশি মহিলা ভোট দিয়েছেন জেডিইউকে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version