Monday, November 3, 2025

‘মদ বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল করুন’, নীতীশকে আবেদন বিজেপি সাংসদের

Date:

নীতীশ সরকারের আমলে বিহারে মদ বিক্রি ও খাওয়াকে গর্হিত অপরাধ হিসেবে গণ্য করা হয়। এখানে মদের ওপর জারি রয়েছে নিষেধাজ্ঞা। তবে এই নিষেধাজ্ঞা শিথিল করার দাবি জানিয়ে নীতীশ সরকারকে আবেদন করলেন ঝাড়খণ্ডের এক বিজেপি সাংসদ। নিশিকান্ত দুবে নামে ঝাড়খণ্ডের ওই বিজেপি সাংসদের দাবি, বিহারে মদ বিক্রি ও খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি থাকার ফলে অপরাধ বাড়ছে। পাশাপাশি রাজস্ব খাতে সরকারের আয় কমছে। ফলে মদ বিক্রির ওপর যে নিষেধাজ্ঞা জারি রয়েছে তা শিথিল করুন নীতীশ সরকার।

সম্প্রতি শেষ হওয়া বিহার নির্বাচনে আরও একবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার। এহেন সময়েই হবু মুখ্যমন্ত্রীর কাছে মদ বিক্রির নিয়মের শিথিলতা চেয়ে টুইট করে আর্জি জানিয়েছেন ঝাড়খণ্ডের সাংসদ নিশিকান্ত দুবে। টুইটে তার আবেদন, ‘রাজ্যে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা নিয়মে বদল আনুন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কড়া নিয়মের কারণে বিহারের বহু মানুষ প্রতিবেশী রাজ্য থেকে মদ কিনে খাচ্ছেন ও বিক্রি করছেন। এতে রাজ্যের রাজস্ব খাতে বিপুল ক্ষতি হচ্ছে। পুলিশ এবং রাজস্ব বিভাগেও দুর্নীতির ঘটনা বাড়ছে।’

আরও পড়ুন:চূড়ান্ত দায়িত্বহীনতা! স্যোশাল মিডিয়ায় সৌমিত্রকে নিয়ে এ কী লিখলেন অনুপম হাজরা?

প্রসঙ্গত, ২০১৫ সালের শেষ লগ্নে বিহারে মদ বিক্রি ও খাওয়ার উপর সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা জারি করেন নীতীশ কুমার। বিহারে অপরাধ কমানোর লক্ষ্যেই জারি করা হয় এই নিষেধাজ্ঞা। এরপর কড়া হাতে পরিস্থিতি সামলায় সরকার। বিগত কয়েক বছরে একাধিক জায়গায় চলে অভিযান। বিপুল পরিমাণ বেআইনি মদ বাজেয়াপ্ত করার পাশাপাশি মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয় বহু মানুষকে। নীতীশ সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান বিহারের মহিলারা। যার সুফল সাম্প্রতিক নির্বাচনেও পেয়েছে জেডিইউ। বিহার নির্বাচনের ফলাফলে চোখ রাখতে দেখা যাবে বিহারে ৫০ শতাংশেরও বেশি মহিলা ভোট দিয়েছেন জেডিইউকে।

Related articles

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন: আহ্বান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন- ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার কালীঘাটে...

মঙ্গলে মহামিছিল! নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে আহ্বান তৃণমূল সভানেত্রীর

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে- জানিয়েছে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার পথে...
Exit mobile version