Tuesday, November 4, 2025

চূড়ান্ত দায়িত্বহীনতা! স্যোশাল মিডিয়ায় সৌমিত্রকে নিয়ে এ কী লিখলেন অনুপম হাজরা?

Date:

চূড়ান্ত দায়িত্বহীনতা। হাসপাতাল কর্তৃপক্ষ, শুভানুধ্যায়ী, গুণমুগ্ধরা যখন মিরাকেলের আশ্রয় প্রার্থনা করছেন। তখন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অনুপম হাজরা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ‘মৃত্যু সংবাদ’ শুনে দিলেন সোশ্যাল মিডিয়ায়। এদিন বেলভিউ হাসপাতাল সূত্রে শেষ মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, বর্ষীয়ান অভিনেতার শারীরিক পরিস্থিতি নিয়ে হতাশ চিকিৎসকরা। মাল্টি অর্গান ফেলিওরের দিকে চলে গিয়েছেন বাঙালির প্রিয় ফেলুদা।

এই পরিস্থিতি থেকে শুভানুধ্যায়ীদের প্রার্থনা মিরাকেল ঘটাতে পারে বলে এখনো আশা চিকিৎসকদের। সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী বসু, রাতে নিজের আবেগ ধরে রাখতে পারেননি। সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “বাবা ভালো নেই”। আর এই পরিস্থিতিতে কোনো সরকারি ঘোষণা বা হাসপাতাল সূত্রে পাওয়া খবর ছাড়াই বিজেপি নেতা অনুপম হাজরা জানিয়ে দিলেন, সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই।

কীসের ভিত্তিতে, কোনও সূত্র ছাড়া এ কথা তিনি ঘোষণা করতে পারেন! এ বিষয়ে কিন্তু কিছু জানাননি তিনি। একজন রাজনৈতিক ব্যক্তিত্বের কোনো মন্তব্য বা ঘোষণাকে সাধারণত সত্যি বলে ধরে নেন সাধারণ মানুষ। কিন্তু সেখানেই যদি এরকম বিভ্রান্তি ছড়ানো হয়, তাহলে বিশ্বাসযোগ্যতা কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন প্রশ্ন।

আরও পড়ুন- চিকিৎসায় সাড়া দিচ্ছে না সৌমিত্রর শরীর , চিকিৎসক অরিন্দম কর

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version