Monday, November 3, 2025

শুভেন্দুর পদধ্বনি ঠেকাতে আগাম দিলীপ ঘোষকেই মুখ্যমন্ত্রী চাইলেন সৌমিত্র

Date:

শুভেন্দু অধিকারীকে নিয়ে রহস্য চলছেই।
তিনি তৃণমূল ছাড়বেন, জল্পনা তীব্র।
সরাসরি বিজেপিতে নাকি মঞ্চ গড়ে জোট, কৌতূহল।

এতে তৃণমূলের চেয়েও বেশি চিন্তা বিজেপি শিবিরে।
মুখে তাঁরা শুভেন্দুকে স্বাগত জানাচ্ছেন।
কিন্তু আসল ভয় হল শুভেন্দু বিজেপির মঞ্চে গেলে তাঁরা বসবেন কোথায়?

এই চাপেই সম্ভবত আগাম দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী চেয়ে বসেছেন যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁ। গোপীবল্লভপুরে পুজো উদ্বোধনে গিয়ে তিনি যেভাবে দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী চেয়ে সওয়াল করেছেন, তা ইঙ্গিতবাহী।

বস্তুত শুভেন্দুকে তৃণমূল যুব সভাপতি পদ থেকে সরানোর সময় সক্রিয় নেতা ছিলেন মুকুল রায়। আর শুভেন্দুকে সরিয়ে সভাপতি করা হয়েছিল এই সৌমিত্রকেই। এখন মুকুল- সৌমিত্র বিজেপিতে। এবং তাঁরা শুভেন্দুর পদধ্বনি শুনছেন।

মুখে তৃণমূলবিরোধী বিবৃতি দিয়ে শুভেন্দুকে স্বাগত জানাতে হলেও সূত্রের খবর এঁরা ঘটনার গতিপ্রকৃতিতে চিন্তিত। এর আগে সৌমিত্র বলেছিলেন,” মানুষের জন্য কাজ করতে হলে শুভেন্দু বিজেপিতে আসুন।” অথচ এই সৌমিত্রই তৃণমূলে থাকতে শুভেন্দুকে সরানোর ঘুঁটি ছিলেন।

মুকুলশিবির সূত্রে খবর, শুভেন্দু যে টেম্পো তুলছেন, তাতে তাঁকে অনেক বেশি নম্বর দেবে দিল্লি। ফলে এই তৎকালদের সমস্যা বাড়বে।

আবার শুভেন্দুর ক্ষেত্রে সমস্যা হল তৃণমূলকে খোঁচা দিতে মুখে যে যাই বলুক, বিজেপিতে তাঁর জন্য কাঁটার পথ বিছিয়ে দিতে তৈরি হচ্ছে আদি ও তৎকাল বিজেপিদের একাংশ। এঁদের আশঙ্কা শুভেন্দু গেলে এঁরা ঘটিবাটি হারিয়ে পথে বসবেন। কারণ দিল্লি শুভেন্দুকে এগিয়ে রাখবে। ফলে বিজেপিতে যা ঘটছে তা উপরে এক, ভেতরে আরেক। যাঁরাই শুভেন্দুকে স্বাগত জানাচ্ছেন, তাঁরাই ভেতরে শুভেন্দুকে ঠেকানোর খেলা খেলছেন।

মুকুলঘনিষ্ঠ সৌমিত্রর মুখে দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী চাওয়াটা এই সিনেমারই ট্রেলারমাত্র।

আরও পড়ুন-‘মদ বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল করুন’, নীতীশকে আবেদন বিজেপি সাংসদের

Related articles

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন: আহ্বান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন- ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার কালীঘাটে...

মঙ্গলে মহামিছিল! নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে আহ্বান তৃণমূল সভানেত্রীর

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে- জানিয়েছে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার পথে...
Exit mobile version