Sunday, August 24, 2025

‘অভিযান’ শেষ ফেলুদার, মহাশ্মশানে লীন বাংলা সিনেমার একটা অধ্যায়

Date:

৪০ দিনের দীর্ঘ লড়াই শেষে সকলকে আশাহত করে জীবন যুদ্ধে হেরে গিয়েছেন ‘অপরাজিত’। তার মৃত্যু অভিভাবক শূন্য করেছে বাংলা চলচ্চিত্রকে। এক অপূরণীয় ক্ষতি বুকে নিয়ে শোকে পাথর সিনেমা জগৎ তথা তাঁর অভিনয়ের গুণমুগ্ধ ভক্তরা। রবিবার দুপুরে ১২.১৫ নাগাদ বেলভিউ হাসপাতালে মৃত্যুর পর এদিন সন্ধ্যায় কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হল স্বনামধন্য অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের।

শনিবার রাতেই হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল আর কোনও আশা নেই। এরপর রবিবার দুপুর নাগাদ সরকারিভাবে ঘোষণা করা হয় প্রয়াত হয়েছেন বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। অভিনেতার মৃত্যুর পর তার কন্যা পৌলমী চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে দুপুর দুটো নাগাদ তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় গলফ গ্রীনের বাড়িতে। সেখানে তাঁর মরদেহে শ্রদ্ধা জানান পরিবার ও আত্মীয়-স্বজনরা। বেশ কিছুক্ষণ মৃতদেহ সেখানে রাখার পর সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হয় তার কর্মক্ষেত্র টেকনিশিয়ান স্টুডিওতে। সেখানে তাঁকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বাংলা সিনেমা জগতের কলাকুশলীরা। সেখান থেকে সাড়ে তিনটে নাগাদ দু ঘন্টার জন্য রবীন্দ্রসদনে নিয়ে আসা হয় মরদেহ। প্রিয় অভিনেতাকে শেষবার চোখের দেখা দেখতে ভিড় উপচে পড়ে রবীন্দ্রসদন চত্বরে। রবীন্দ্র সদনে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন বহু মানুষ। এতদিনের সহকর্মীকে বিদায় জানাতে সেখানে উপস্থিত ছিলেন সিনেমা জগতের কলাকুশলীরাও।

আরও পড়ুন:‘ভারতীয় সিনেমা এক রত্ন হারালো’, সৌমিত্রর মৃত্যুতে শোকবার্তা অমিত শাহের

এখান থেকে করোনা পরিস্থিতির কারণে শারীরিক দূরত্ব বজায় রেখে সাড়ে পাঁচটা নাগাদ মিছিল করে রবীন্দ্র সদন থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে। শত শত মানুষ পা মেলান এই মিছিলে। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সাধারণ মানুষ ও অভিনেতা অভিনেত্রী বাদ ছিলেন না কেউই। তাঁর শেষ যাত্রায় উপস্থিত ছিলেন শাসক দলের নেতৃত্বে পাশাপাশি বাম, কংগ্রেস, বিজেপি নেতৃত্বরাও। মহাশ্মশানের পথে তাঁর শেষ যাত্রায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কেওড়াতলা মহাশ্মশানে সন্ধ্যা ৬.৪৫ নাগাদ সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দিয়ে সম্মান জানানো হয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে। তারপর ৭টা নাগাদ শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর।

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version