কংগ্রেসের প্রতি মানুষের আস্থা নেই, বিহার নির্বাচনের পর ফের বিস্ফোরক সিব্বাল

গত অগাস্ট মাসে দলের বিরুদ্ধে সরব হয়ে শীর্ষ নেতৃত্বকে চিঠি দিয়েছিলেন কংগ্রেসের এক ঝাঁক বরিষ্ঠ নেতৃত্ব। সেই তালিকায় অন্যতম মুখ ছিলেন কপিল সিব্বাল। বিহার নির্বাচনে কংগ্রেসের চূড়ান্ত ব্যর্থতার পর ফের একবার দলের বিরুদ্ধে মুখ খুললেন তিনি। রীতিমত সমালোচনা করলেন দলীয় নেতৃত্ব, দলের অভ্যন্তরীণ সমস্যা এবং বাস্তব পরিস্থিতি নিয়ে কংগ্রেসের গাছাড়া মনোভাবের।

বিহার নির্বাচনে কংগ্রেসের চূড়ান্ত খারাপ ফলের পর সম্প্রতি এক ইংরেজি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে প্রবীণ কংগ্রেস নেতা কপিল সিব্বাল বলেন, ‘সাংগঠনিক, সংবাদমাধ্যমে মুখ খোলা, যাঁদের কথা মানুষ শুনতে চায়, তাঁদের তুলে আনা, সক্রিয় নেতাদের কাজে লাগানোর মতো বিভিন্ন ক্ষেত্রে আমাদের নানা সংস্কারের কাজ করতে হবে।’ তাঁর অভিযোগ, দলের অন্দরে সমস্যার কথা জেনেও কোনও উদ্যোগ নিচ্ছে না নেতৃত্ব। শুধু বিহার নয় মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ উপ-নির্বাচনেও কংগ্রেসকে ফিরিয়ে দিয়েছে মানুষ। তাঁর কথায়, ‘যে সমস্ত জায়গায় মানুষ বিকল্প হিসেবে আমাদের চায় আমরা তাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি।’

দলের অভ্যন্তরীণ সমস্যা নিয়েও এদিন মুখ খুলেছেন কপিল। তিনি দাবি করেছেন, কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে যারা রয়েছে তারা সকলেই জানে সমস্যা কোথায়। অথচ সব জেনেও তারা চুপ করে রয়েছে। সমাধানের কোনও চেষ্টাই করছে না। এদিকে দলীয় নেতৃত্বে মনোভাব এমন যেন কিছুই হয়নি। পাশাপাশি নিজের বিদ্রোহী মনোভাব প্রসঙ্গে তিনি বলেন, ‘দলে কোনও আলোচনা নেই, আলোচনার চেষ্টা পর্যন্ত নেই। তা হলে আমার মতামত জানাব কোথায়? তাই বাধ্য হয়ে সর্বসমক্ষেই মুখ খুলতে হয়’। এর পাশাপাশি তিনি আরো জানান, ‘কংগ্রেসের এখন আর আগের মতো ক্ষমতা নেই। দলের বর্তমান পরিস্থিতি জানাতে এখন আর অন্যরা দলের কাছে আসবে না। ফলস্বরূপ আমাদের সবার কাছে যেতে হবে আমাদের জোটের প্রয়োজন।’ কপিলের কথায়, ‘আগে আমাদের পর্যালোচনা করতে হবে। অভিজ্ঞদের সঙ্গে কথা বলতে হবে। যাঁরা বোঝেন, দেশের কী অবস্থা, তাঁদের মতামত নিতে হবে।’

আরও পড়ুন:ফের করোনা শহিদ কলকাতা পুলিশের এক সাব ইন্সপেক্টর

প্রসঙ্গত, গত অগাস্টে মাসে কপিল সিব্বালের পাশাপাশি শশী থারুর, গুলাম নবি আজাদের মতো নেতারা দলকে চিঠি লিখে এক গুচ্ছ প্রস্তাব দিয়েছিলেন। যেখানে বলা হয়েছিল, শীর্ষ নেতৃত্বে রদবদল, দলকে নিয়ে নতুন করে ভাবনাচিন্তা করার মতো একাধিক বিষয় নিয়ে। তবে এই চিঠি হিতে বিপরীত হয়। কপিল সিব্বালের বিরুদ্ধে বিজেপি যোগের অভিযোগ তোলে কংগ্রেসের একাংশ। তবে সেই অভিযোগ পুরোপুরি খারিজ করেন প্রবীণ ওই নেতা। এদিকে সাম্প্রতিক বিহার নির্বাচনে ৭০ আসনের মধ্যে মাত্র ১৯ আসন পাওয়া কংগ্রেসকে নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। অভিযোগ উঠছে কংগ্রেসের কারণেই বিহারে সরকার গড়তে পারেনি মহাজোট। এহেন সময়ে দলীয় নেতৃত্বের চোখে আঙুল দিয়ে দেখিয়ে ফের একবার দলের সমস্যাগুলি নিয়ে প্রকাশ্যে সরব হয়ে উঠলেন কপিল সিব্বাল।

Previous articleভেজা কাপড় থেকে উৎপাদন হচ্ছে বিদ্যুৎ! অভিনব আবিষ্কার বাঙালির
Next articleসুন্দরবনে ৯০টি কুমির ছাড়ছে বন বিভাগ