আদরের নাতনি আরাধ্যাকে জন্মদিনের শুভেচ্ছা অমিতাভ বচ্চনের

দাদু-ঠাকুমার সঙ্গে নাতি-নাতনির সম্পর্ক এমনই যে, তা না-থাকলে মানুষের শৈশব সম্পূর্ণ হয় না। ছোট্ট আরাধ্যাও বড় হচ্ছে ঠাকুরদা ঠাকুমার সান্নিধ্যেই। তিনি আবার যে সে মানুষ নন। স্বয়ং বিগ বি বলে কথা। ঠাকুরদা অমিতাভ বচ্চন যে আদরের নাতনিকে জন্মদিনের শুভেচ্ছা দিয়ে দিন শুরু করবেন, এটা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন : এত বছর পর লাকি আলির গলায় ‘ও সনম’, চোখে জল আনল ফ্যানদের

আজ আরাধ্যার জন্মদিন। ৯ বছরে পড়ল সে। ঠাকুরদা অমিতাভ বচ্চন আদরের নাতনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সকালে ইনস্টাগ্রাম প্রোফাইলে নাতনিকে নিয়ে আদরের পোস্ট করলেন বিগ বি।

আরাধ্যার নানা বয়সের ছবি দেওয়া একটি কোলাজ ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে আরাধ্যা…অল মাই লাভ।’

আরও পড়ুন : প্রয়াত অভিনেতার স্মৃতিচারণ করলেন বাংলার জামাই অমিতাভ

প্রতিবছরই মহাধুমধামে এদিন পার্টির আয়োজন করা হয়। বহু মানুষের সমাগম ঘটে এদিন। সেই ছবি ছড়িয়েও পড়ে ভক্তমহলে। তবে এবছর বেশ খানিকটা ম্লান বচ্চন পরিবার। পরিস্থিতির দিকে তাকিয়ে কোনও পার্টির আয়োজন করল না পরিবারের সদস্যরা। তবে ঘরোয়া সেলিব্রেশন অবশ্যই হবে।