Wednesday, August 27, 2025

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল বিকৃত ছবি। হোয়াটসঅ্যাপ খুলতে চক্ষু চড়কগাছ একাদশ শ্রেণির ছাত্রীর। অশ্লীল কিছু ছবি যেখানে মুখ বিকৃত করা। তবে ছবি বিকৃত হলেও স্পষ্ট নিজের মুখ বুঝতে পেরেছিল ওই ছাত্রী। ঘটনায় আত্মহত্যার পথ বেছে নেয় উত্তর ২৪ পরগনার শ্যামনগরের ওই ছাত্রী।

সূত্রের খবর, ৮ নভেম্বর বেশ কিছু বিকৃত ছবি ওই ছাত্রীর হোয়াটসঅ্যাপে আসে। যেখানে দেখা যায় মেয়েটির মুখের আদলের সঙ্গে ওই ছবির হুবহু মিল রয়েছে। জগদ্দল থানায় অভিযোগ জানায় ছাত্রীর পরিবার। পুলিশকে জানানো হয়, কম্পিউটার গ্রাফিক্স এর সাহায্যে সুপার ইম্পোজ করে এই ছবি বানানো হয়েছে। তা ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে নির্দিষ্ট কারোর বিরুদ্ধে অভিযোগ জানায়নি কিশোরী বা তার পরিবার।

ওই কিশোরীর পরিবারের অভিযোগ পুলিশকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অপরাধীদের খুঁজে বের করার ন্যূনতম উদ্যোগ নেয়নি পুলিশ। আর তাই আত্মহত্যার পথ বেছে নিয়েছে কিশোরী। এমনটাই দাবি ওই ছাত্রীর পরিবারের।

ওই ছাত্রী গারুলিয়া গার্লস হাইস্কুলের পড়ুয়া।  সোমবার সকালে ওই কিশোরীর দেহ আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। শরীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কর্তব্যে গাফিলতির হয়েছিল কি না তারও তদন্ত করা হবে বলে জানিয়েছে জগদ্দল থানার পুলিশ।

আরও পড়ুন:‘দিলীপ ঘোষ যাক গুজরাতে, আমরা বাংলায় ভালো আছি’, বললেন ফিরহাদ

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version