Thursday, August 28, 2025

আজ ভাতৃদ্বিতীয়া। রাজ্যের মন্ত্রীরা তাঁদের বোনেদের থেকে ফোঁটা নিচ্ছেন। বাদ যাননি রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় এবং রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমও। এদিনও দিলীপ ঘোষকে কটাক্ষ করে বলতে ছাড়েননি পুরমন্ত্রী। বলেছেন, দিলীপ ঘোষ যাক গুজরাতে, আমরা বাংলায় ভালো আছি।

এদিন ফিরহাদ বলেন, “শুভ ভাতৃদ্বিতীয়ায় আমার বাংলার সমস্ত বোনকে ভালোবাসা এবং অভিনন্দন জানাই। প্রার্থনা করি তাদের সুন্দর জীবনের জন্যে। বাংলার যত ভাই বোন, ‘এক হোক,এক হোক, এক হোক, হে ভগবান’ এই প্রার্থনা আজকের দিনে করি। বাঙালির সাজ আমার অত্যন্ত প্রিয়। শুধু কাজের জন্য সেটা সম্ভব হয় না, তবে সুযোগ পেলে আমি এই সাজে সাজি। এটা আমার কাছে একটা অন্য দিন। এবং আমার নেত্রী তাঁরও আশীর্বাদ পাই আজকের দিনে। এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি সারা বছর ধরে। এই কোভিড পরিস্থিতির মধ্যে মুখে মাস্ক পরে রয়েছি এটা একটা ইতিহাস। পরের বছর আবার মাস্ক খুলে কাটাব তখন আমরা ভাববো এই অদ্ভুত সাজ অর্থাৎ মাস্ক পরেও আমাদের কাটাতে হয়েছিল। এই মহামারি চলে যাবে আজ নয় কাল তার অপেক্ষায় সবাই রইলাম।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন গুজরাতে যেমন উন্নয়ন হয়েছে বাংলাতেও তেমন হবে। এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “গুজরাতে দুই হাজার মানুষের খুন হয়েছে। ইসরাত জাহানের মত অনেকে এনকাউন্টারে মারা গিয়েছেন। গুজরাত, উত্তরপ্রদেশ হলে ভয় হচ্ছে এনকাউন্টারে মারা যাবে। এখানে যত বড় ক্রিমিনাল হোক তাকে কোর্টে হাজির করতে হবে। কিন্তু ওখানকার নিয়ম হচ্ছে ওরা এনকাউন্টারে মেরে দেয়। সেই জন্য বাংলাকে গুজরাত করতে দিতে চাইনা। আমরা এটাকে বাংলাই রাখতে চাই। ‘বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হউক পূর্ণ হউক পূর্ণ হউক হে ভগবান’,। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, নজরুলের বাংলা, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের বাংলা এবং অনেক মহাপুরুষের বাংলা সেই বাংলার সৃষ্টি সংস্কৃতিকে আমরা গুজরাতের দাঙ্গায় পরিণত করব না বাংলায় বাঙালিত্ব রাখবো? তা মানুষকে ঠিক করতে হবে। ধর্মে ধর্মে ভেদাভেদ করে কখনও কারখানা হয় না। আমরা এখানে কারখানা করব। এখন দেশের অর্থনীতি এতই পিছিয়ে পড়েছে যে জিডিপি বাংলাদেশের পিছনে পড়ে গিয়েছে। এটা আমাদের কাছে লজ্জা ভারতীয় হিসেবে। তাই দিলীপ ঘোষ চলে যাক গুজরাতে আমরা বাংলায় ভালো আছি।”

আরও পড়ুন-পাখির চোখ ২১-এর নির্বাচন ,দিলীপকে ভাইফোঁটা মহিলা মোর্চার

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...
Exit mobile version