Tuesday, November 11, 2025

পাখির চোখ ২১-এর নির্বাচন ,দিলীপকে ভাইফোঁটা মহিলা মোর্চার

Date:

উৎসবের মরশুম প্রায় শেষ পর্যায়ে। এরই মাঝে
একুশের নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগে বেশ গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই তাতে জোর দিচ্ছেন বঙ্গ বিজেপি ।
ভাইফোঁটাকে সামনে রেখে সোমবার আনন্দ-উৎসবে মেতে উঠলেন বিজেপির নেতা নেত্রীরা। রাজ্য বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে হেস্টিংসে বিজেপি দফতরে ভাইফোঁটার অনুষ্ঠানের আয়োজন করা হয়।রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ কে ভাইফোঁটা দেন মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। জয়প্রকাশ মজুমদার সহ একাধিক নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।ভাইফোঁটায় দিলীপ ঘোষকে উপহারও দেন অগ্নিমিত্রা। ভাইফোঁটা দিয়ে তিনি দিলীপ ঘোষের দীর্ঘ আয়ু এবং সাফল্য কামনা করেন।
কোভিড বিধি মেনে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল মহিলা মোর্চা। সে কারণে তুলনামূলকভাবে ভিড় অনেকটা কমই ছিল।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, বাংলায় বিজেপি ক্ষমতায় আসতে চলেছে । মানুষের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে ।
যে লড়াইয়ের জন্য আমরা তৈরি হয়েছি তা যাতে সফল হয়, আজকের দিনে ভগবানের কাছে সেই প্রার্থনা করেছি।
এদিন ফের শাসকদলের সমালোচনা করে তিনি বলেন, তৃণমূলের কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে । তাই ওরা এত হিংস্র হয়ে উঠছে। আমরা মানুষের কাছে আবেদন রেখেছি যে হিংসা যাতে না ছড়ায় । কেন্দ্রের ওপর আমাদের ভরসা আছে। মানুষ যাতে আগামী বিধানসভা নির্বাচনে সুষ্ঠ ভাবে ভোট দিতে পারে তার ব্যবস্থা করবে কেন্দ্র ।
প্রসঙ্গত, আজই শহরে আসছেন কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অমিত মালব্য, রাতে আসছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় । আগামীকাল আসবেন সর্বভারতীয় সম্পাদক বিল সন্তোষ ।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version