Wednesday, August 27, 2025

রবিবার রঘুনাথপুরের বাড়িতে পৌঁছলো কাশ্মীরের শহিদ জওয়ান সুবোধ ঘোষের কফিনবন্দি দেহ। এদিন রাত ১১টার পরে নদীয়ার তেহট্টর বাড়িতে পৌঁছয় সেনা ট্রাক। ট্রাক গ্রামে ঢোকার পরে তাকে ঘিরে ধরে কয়েকশো মানুষ। তরতাজা প্রাণের অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না রঘুনাথপুরের বাসিন্দারা।

রবিবার সকাল থেকেই সংশ্লিষ্ট অঞ্চলে প্রস্তুতি ছিল। এদিন গ্রামের মানুষ সহ প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শ্রদ্ধা জানানোর জন্য অপেক্ষা করছিলেন। দেহ বাড়িতে পৌঁছাতে কান্নায় ভেঙে পড়ে সুবোধের পরিবার। শহিদ সেনার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি স্কুলের মাঠে নিয়ে যাওয়া হয় কফিনবন্দি দেহ। তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয় সেখানেই।

রবিবার চন্ডিগড় থেকে বিশেষ বিমানে পানাগড়ে পৌঁছয় সুবোধ ঘোষের কফিনবন্দি দেহ। পানাগড়ে শহিদের মরদেহে মালা দিয়ে শ্রদ্ধা জানান সেনাবাহিনীর এবং বায়ুসেনার অফিসাররা। এরপর সেখান থেকে সড়কপথে দেহ নিয়ে যাওয়া হয় নদিয়ায় তাঁর নিজের বাড়িতে। শ্রদ্ধা জানানোর জন্য রঘুনাথপুরে স্কুলের মাঠে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। সেখানে তাঁকে শ্রদ্ধা জানান সাংসদ মহুয়া মৈত্র সহ স্থানীয়রা। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শহিদ সুবোধ ঘোষকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

প্রসঙ্গত, ২০১৭ সালে ২৮ সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন সুবোধ ঘোষ। ভারতীয় সেনার ৫৯ নম্বর মেড রেজিমেন্টের জওয়ান ছিলেন তিনি। গত বছর নভেম্বর মাসে বিয়ে করেন তিনি। চলতি অগাস্টে কন্যা সন্তানের জন্ম হয়। ঠিক ছিল, মেয়ের অন্নপ্রাশন দেওয়ার জন্য ডিসেম্বরে বাড়ি ফিরবে ন। কিন্তু সেই আকাঙ্ক্ষা পূরণ হলো না।

আরও পড়ুন:বিদায় নিলেন বাংলা সিনেমার আভিজাত্য, শোকস্তব্ধ টলিপাড়া

Related articles

গুরুবারে TMCP-র প্রতিষ্ঠাদিবসে মেগা ছাত্র সমাবেশ, নির্দেশিকা দেবেন মমতা, বলবেন অভিষেকও

গুরুবারে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। মেগা ছাত্র সমাবেশ মেয়ো রোডে। ২৮ অগাস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে...

তিনিই নিয়োগ করেছিলেন, এবার গৌড়বঙ্গের উপাচার্যকে সরালেন রাজ্যপালই

রাজ্যের তালিকা অগ্রাহ্য করে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির উপর কার্যত এক নায়কতন্ত্র চালানোয় অভিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C...

ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর, কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

চলতি বছরে ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর। ২০০২ সালের পর আবারও দাবা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। ২৩...

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...
Exit mobile version