Saturday, November 29, 2025

উপমুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণ, সুশীলকে নতুন দায়িত্ব দেওয়ার আশ্বাস ফড়নবিশের

Date:

Share post:

বিহারে চতুর্থবার মুখ্যমন্ত্রী পদে বসলেন নীতীশ কুমার। এর আগে বেশিরভাগ সময়ই নীতীশ কুমারের সহযোগীর পদে ছিলেন সুশীল মোদি। কিন্তু উপমুখ্যমন্ত্রী পদে এবার ফিরলেন না সুশীল মোদি। সূত্রের খবর, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রবীণ বিজেপি নেতা। তবে ফড়নবিশের দাবি, কোনও ক্ষোভ প্রকাশের বিষয়ই নেই। কারণ নতুন দায়িত্ব দেওয়া হবে সুশীল মোদিকে।

সোমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন নীতীশ কুমার। এদিনই তিনি জানিয়েছেন, আগের উপমুখ্যমন্ত্রীকে ‘মিস’ করবেন তিনি। কিন্তু এবিষয়ে কোনও মন্তব্য করেননি সুশীল মোদি। বরং তিনি বলেছেন, বিজেপি শীর্ষ নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছেন। আবার নিজের টুইটার হ্যান্ডেলে সুশীল মোদি লিখেছেন, ‘‘বিজেপি এবং সঙ্ঘ পরিবার আমার ৪০ বছরের রাজনৈতিক জীবনে অনেক কিছু দিয়েছে। অন্য কেউ তা দিতে পারেনি। আমায় যে দায়িত্ব দেওয়া হবে, তার থেকে ভারমুক্ত হব। এক জন কর্মীর পদ কেউ নিতে পারে না।’’

প্রসঙ্গত, এতদিন পর্যন্ত নীতীশ কুমার এবং বিজেপি-র মধ্যে সেতুর কাজ করেছেন সুশীল মোদিই। রাজনৈতিক মহলের ব্যাখ্যা অনুযায়ী, ২০১৭ সালে আরজেডি আর জেডিইউ-এর মধ্যে ভাঙন ধরাতেও মুখ্য ভূমিকা নিয়েছিলেন সুশীল মোদিই। সোমবার সুশীল মোদির প্রতিক্রিয়ার পরেই ময়দানে নামেন দেবেন্দ্র ফড়নবিশ। বিহার ভোটে বিজেপির পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছেন তিনি। তাঁর কথায়, ‘‘সুশীল মোদি আমাদের সম্পদ। তিনি একটুও হতাশ না। দলের তাঁকে নিয়ে নির্দিষ্ট কিছু সিদ্ধান্ত আছে। নতুন দায়িত্ব দেওয়া হবে তাঁকে।’’

আরও পড়ুন:ফের দিল্লিতে নাশকতার ছক বানচাল করল পুলিশের স্পেশাল সেল, গ্রেফতার ২

spot_img

Related articles

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...

তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ কমিশন! CCTV প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের দেওয়া সময় মেনেই দিল্লিতে কমিশন দফতরে শুক্রবার প্রশ্ন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের প্রশ্নের...