উপমুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণ, সুশীলকে নতুন দায়িত্ব দেওয়ার আশ্বাস ফড়নবিশের

বিহারে চতুর্থবার মুখ্যমন্ত্রী পদে বসলেন নীতীশ কুমার। এর আগে বেশিরভাগ সময়ই নীতীশ কুমারের সহযোগীর পদে ছিলেন সুশীল মোদি। কিন্তু উপমুখ্যমন্ত্রী পদে এবার ফিরলেন না সুশীল মোদি। সূত্রের খবর, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রবীণ বিজেপি নেতা। তবে ফড়নবিশের দাবি, কোনও ক্ষোভ প্রকাশের বিষয়ই নেই। কারণ নতুন দায়িত্ব দেওয়া হবে সুশীল মোদিকে।

সোমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন নীতীশ কুমার। এদিনই তিনি জানিয়েছেন, আগের উপমুখ্যমন্ত্রীকে ‘মিস’ করবেন তিনি। কিন্তু এবিষয়ে কোনও মন্তব্য করেননি সুশীল মোদি। বরং তিনি বলেছেন, বিজেপি শীর্ষ নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছেন। আবার নিজের টুইটার হ্যান্ডেলে সুশীল মোদি লিখেছেন, ‘‘বিজেপি এবং সঙ্ঘ পরিবার আমার ৪০ বছরের রাজনৈতিক জীবনে অনেক কিছু দিয়েছে। অন্য কেউ তা দিতে পারেনি। আমায় যে দায়িত্ব দেওয়া হবে, তার থেকে ভারমুক্ত হব। এক জন কর্মীর পদ কেউ নিতে পারে না।’’

প্রসঙ্গত, এতদিন পর্যন্ত নীতীশ কুমার এবং বিজেপি-র মধ্যে সেতুর কাজ করেছেন সুশীল মোদিই। রাজনৈতিক মহলের ব্যাখ্যা অনুযায়ী, ২০১৭ সালে আরজেডি আর জেডিইউ-এর মধ্যে ভাঙন ধরাতেও মুখ্য ভূমিকা নিয়েছিলেন সুশীল মোদিই। সোমবার সুশীল মোদির প্রতিক্রিয়ার পরেই ময়দানে নামেন দেবেন্দ্র ফড়নবিশ। বিহার ভোটে বিজেপির পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছেন তিনি। তাঁর কথায়, ‘‘সুশীল মোদি আমাদের সম্পদ। তিনি একটুও হতাশ না। দলের তাঁকে নিয়ে নির্দিষ্ট কিছু সিদ্ধান্ত আছে। নতুন দায়িত্ব দেওয়া হবে তাঁকে।’’

আরও পড়ুন:ফের দিল্লিতে নাশকতার ছক বানচাল করল পুলিশের স্পেশাল সেল, গ্রেফতার ২

Previous articleসেজে উঠছে কর্ণগড়, ইতিহাস ছোঁওয়ার অপেক্ষায় পর্যটকরা
Next articleবঙ্গ বিজেপির ভোটের দায়িত্ব দিল্লি-নাগপুরের অবাঙালি নেতাদের হাতে