Monday, August 25, 2025

ফের দিল্লিতে নাশকতার ছক বানচাল করল পুলিশের স্পেশাল সেল, গ্রেফতার ২

Date:

রাজধানীতে নাশকতার ছক ভেস্তে দিল দিল্লি পুলিশের স্পেশাল সেল। পুলিশ পাকড়াও করল সন্দেহভাজন ২ জইশ-ই-মহম্মদ সন্ত্রাসবাদী সংগঠনের দুই জঙ্গিকে। আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছে তাদের। সোমবার রাতে, জঙ্গিকে দিল্লির সারাই কালে অঞ্চলের মিলেনিয়াম পার্কের কাছ থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। সূত্রের খবর, ওই দুই সন্ত্রাসবাদী জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতারের পরই তাদের কাছে থেকে পাওয়া গিয়েছে ২টি সেমি অটোমেটিক পিস্তল ও দশ রাউন্ড গুলি।

দিল্লি স্পেশাল সেলের ডেপুটি কমিশনার অফ পুলিশ সঞ্জীব যাদব জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাত ১০.১৫ মিনিট নাগাদ মিলিনিয়াম পার্ক ও সারাই কালে খানের কাছে ফাঁদ পাতা হয়। সঙ্গে তাঁরা এও জানতে পারেন, দুজন সন্দেহভাজন সন্ত্রাসবাদীই গা ঢাকা দিয়েছে। তারা জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। বারামুলা জেলার ২২ বছরের আব্দুল লতিফ মীর ও কুপওয়ারা জেলার ২০ বছরের মহম্মদ আসরফ খাটানা। দুজনকেই সনাক্ত করা গিয়েছে।

চলতি বছরের অগাস্টেও দিল্লিতে বড়সড় নাশকতার ছক বানচাল করে দেয় পুলিশ। ব্যাপক গুলির লড়াইয়ের পর আইইডি বিস্ফোরক-সহ এক আইএসআইএস জঙ্গিকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। জানা গিয়েছে, ধৃতের নাম আবু ইউসুফ খান। ডেপুটি পুলিশ সুপার প্রমোদ সিংহ কুশওয়া জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে ধৌলা কুঁয়া এবং করোল বাগের মাঝে রিজ রোডে পুলিশের সঙ্গে আবু ইউসুফ খানের গুলির লড়াই চলে। তারপরই তাকে গ্রেফতার করে পুলিশ। প্রসঙ্গত, অক্টোবরের গোড়াতেই বড় নাশকতার ছক ভেস্তে দিয়েছিল দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর রিং রোড থেকে চার কাশ্মীরি জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। মিলেছে আগ্নেয়াস্ত্র ও ১২০ রাউন্ট গুলি। পুলিশের দাবি, রাজধানীতে বড় হামলার পরিকল্পনা করেই দিন কয়েক আগে তারা দিল্লিতে এসে আশ্রয় নেয়। রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে হামলার ছক কষেছিল। এই চার জঙ্গির একজন ইশফাক মজিদ কোকা। কাশ্মীরে নিহত জঙ্গি বুরহান কোকার বড়দা। বুরহান কোকা ছিল আনসার গজওয়াত-উল-হিন্দের প্রাক্তন প্রধান। জম্মু-কাশ্মীরে আল-কায়দার একটি শাখা হল গজওয়াত-উল-হিন্দ। বাকি তিন জনের নাম আলতাফ আহমেদ ডর, মুস্তাক আহমেদ গনি ও আকিব সফি। পুলিশ কর্তা জানান, সোর্সের খবরের ভিত্তিতে আইটিও-র কাছে ফাঁদ পাতা হয়েছিল। রিং রোডে ওই চার জনকে একটি গাড়িতে দেখতে পেয়ে পুলিশ পিছু নেয়। পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি গাছে ধাক্কা মারে গাড়িটি। এর পর জঙ্গিরা আর পালাতে পারেনি।

তবে সোমবার রাতের গোটা ঘটনা নিয়ে এখনও মুখ খোলেনি পুলিশ। দুই সন্ত্রাসবাদীর গ্রেফতারের ঘটনায় ফের প্রশ্ন উঠতে শুরু করেছে দেশের নিরাপত্তা নিয়ে।

আরও পড়ুন-বিহারের উপমুখ্যমন্ত্রী বঙ্গের বধূ, হাওড়ার পরিবারে খুশির হাওয়া

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version