Monday, August 25, 2025

ফের দিল্লিতে নাশকতার ছক বানচাল করল পুলিশের স্পেশাল সেল, গ্রেফতার ২

Date:

রাজধানীতে নাশকতার ছক ভেস্তে দিল দিল্লি পুলিশের স্পেশাল সেল। পুলিশ পাকড়াও করল সন্দেহভাজন ২ জইশ-ই-মহম্মদ সন্ত্রাসবাদী সংগঠনের দুই জঙ্গিকে। আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছে তাদের। সোমবার রাতে, জঙ্গিকে দিল্লির সারাই কালে অঞ্চলের মিলেনিয়াম পার্কের কাছ থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। সূত্রের খবর, ওই দুই সন্ত্রাসবাদী জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতারের পরই তাদের কাছে থেকে পাওয়া গিয়েছে ২টি সেমি অটোমেটিক পিস্তল ও দশ রাউন্ড গুলি।

দিল্লি স্পেশাল সেলের ডেপুটি কমিশনার অফ পুলিশ সঞ্জীব যাদব জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাত ১০.১৫ মিনিট নাগাদ মিলিনিয়াম পার্ক ও সারাই কালে খানের কাছে ফাঁদ পাতা হয়। সঙ্গে তাঁরা এও জানতে পারেন, দুজন সন্দেহভাজন সন্ত্রাসবাদীই গা ঢাকা দিয়েছে। তারা জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। বারামুলা জেলার ২২ বছরের আব্দুল লতিফ মীর ও কুপওয়ারা জেলার ২০ বছরের মহম্মদ আসরফ খাটানা। দুজনকেই সনাক্ত করা গিয়েছে।

চলতি বছরের অগাস্টেও দিল্লিতে বড়সড় নাশকতার ছক বানচাল করে দেয় পুলিশ। ব্যাপক গুলির লড়াইয়ের পর আইইডি বিস্ফোরক-সহ এক আইএসআইএস জঙ্গিকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। জানা গিয়েছে, ধৃতের নাম আবু ইউসুফ খান। ডেপুটি পুলিশ সুপার প্রমোদ সিংহ কুশওয়া জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে ধৌলা কুঁয়া এবং করোল বাগের মাঝে রিজ রোডে পুলিশের সঙ্গে আবু ইউসুফ খানের গুলির লড়াই চলে। তারপরই তাকে গ্রেফতার করে পুলিশ। প্রসঙ্গত, অক্টোবরের গোড়াতেই বড় নাশকতার ছক ভেস্তে দিয়েছিল দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর রিং রোড থেকে চার কাশ্মীরি জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। মিলেছে আগ্নেয়াস্ত্র ও ১২০ রাউন্ট গুলি। পুলিশের দাবি, রাজধানীতে বড় হামলার পরিকল্পনা করেই দিন কয়েক আগে তারা দিল্লিতে এসে আশ্রয় নেয়। রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে হামলার ছক কষেছিল। এই চার জঙ্গির একজন ইশফাক মজিদ কোকা। কাশ্মীরে নিহত জঙ্গি বুরহান কোকার বড়দা। বুরহান কোকা ছিল আনসার গজওয়াত-উল-হিন্দের প্রাক্তন প্রধান। জম্মু-কাশ্মীরে আল-কায়দার একটি শাখা হল গজওয়াত-উল-হিন্দ। বাকি তিন জনের নাম আলতাফ আহমেদ ডর, মুস্তাক আহমেদ গনি ও আকিব সফি। পুলিশ কর্তা জানান, সোর্সের খবরের ভিত্তিতে আইটিও-র কাছে ফাঁদ পাতা হয়েছিল। রিং রোডে ওই চার জনকে একটি গাড়িতে দেখতে পেয়ে পুলিশ পিছু নেয়। পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি গাছে ধাক্কা মারে গাড়িটি। এর পর জঙ্গিরা আর পালাতে পারেনি।

তবে সোমবার রাতের গোটা ঘটনা নিয়ে এখনও মুখ খোলেনি পুলিশ। দুই সন্ত্রাসবাদীর গ্রেফতারের ঘটনায় ফের প্রশ্ন উঠতে শুরু করেছে দেশের নিরাপত্তা নিয়ে।

আরও পড়ুন-বিহারের উপমুখ্যমন্ত্রী বঙ্গের বধূ, হাওড়ার পরিবারে খুশির হাওয়া

Related articles

BIG EXCLUSIVE: ‘ধূমকেতু’ সিনেমায় নায়িকাবদল, কার বদলে এলেন শুভশ্রী?

কাশীরাম দাস দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটি নিয়ে এই বিপুল প্রমোশন। 'ধূমকেতু' ছবির তুরুপের তাস এই দে-শু জুটির প্রত্যাবর্তন। অথচ, বিস্ফোরক...

দক্ষিণে বিজেপি বিরোধী রঙ বদলে দেবেন থালাপতি

মোদি ফ্যাসিবাদী। আমাদের রাজনৈতিক শত্রু হল বিজেপি। তামিলরা এই দলটার পাশে থাকবে না। বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।২১ অগাস্ট। মাদুরাইতে অভিনেতা...

মহারাষ্ট্র পুলিশের বেপরোয়া অত্যাচার! প্রাণ গেল আরও এক বাংলার শ্রমিকের

মাত্র চার দিনে মহারাষ্ট্র পুলিশের এত অত্যাচার যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডলকে। কিছুটা...

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...
Exit mobile version