Sunday, May 18, 2025

বিজেপি আর তৃণমূল মূল প্রতিপক্ষ হলেও লড়াইয়ের ময়দানে থেকে সরে আসছে না বাম-কংগ্রেস জোট। উৎসবের মরশুম শেষে তাই তৃণমূল কিংবা বিজেপির মতই একুশের নির্বাচনকে পাখির চোখ করে ঘুঁটি সাজাচ্ছে বাম ও কংগ্রেস।

শাসক দল তৃণমূল যেমন নিজেদের উন্নয়ন ও প্রকল্পের ফিরিস্তি মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছে, একইভাবে দিল্লির তাবড় তাবড় নেতাদের নেতাদের ঘনঘন রাজ্যে এনে সাংগঠনিক বৈঠক করছে গেরুয়া শিবির। এরই মধ্যে চুপচাপ বসে না থেকে নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল বাম-কংগ্রেস।

আর সেই প্রস্তুতির অঙ্গ হিসাবে আজ, মঙ্গলবার ক্রান্তি প্রেসে বৈঠকে বসেছিলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, অধীর চৌধুরী, আব্দুল মান্নানরা। আগামী নির্বাচনে বাম-কংগ্রেস একসঙ্গে লড়াই করবে। কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক শেষে এই কথা ঘোষনা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

দীর্ঘ এক ঘণ্টার বৈঠক শেষ করে বিমান বসু জানান, “অনেকে মনে করে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে। বিজেপি গোটা দেশের ক্ষেত্রে জনবিরোধী দল। মানুষের মানুষে বিরোধ করে এই রাজনৈতিক দল। বিজেপি আমাদের মূল শত্রু। তবে যারা বিজেপিকে বাংলায় নিয়ে এসেছে, তাদের বিরুদ্ধেও আমাদের লড়াই করতে হবে।”

শাসক দল বিজেপির এর সঙ্গে বোঝাপড়া করে চলছে বলেও এদিন অভিযোগ করেন বিমান বসু। সঙ্গে তিনি বলেন, আগামী দিনে নির্বাচনকে ঘিরে বিজেপির সঙ্গে তৃণমূল কোনও গোপন সমঝোতা করবে কিনা সেটা বলা যায় না।

সম্প্রতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহের সঙ্গে কথা বলেছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাম-কংগ্রেস বৈঠক শেষে সেই কথা এদিন টেনে আনেন বিমান বসু। তিনি প্রশ্ন তোলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহের ছেলের সঙ্গে কথা বলেছেন, এর কারণ কি দুই দলের মধ্যে কোনও গোপন এজেন্ডা ?

বিরোধী রাজনৈতিক দলকে আক্রমণ করার সঙ্গে সঙ্গে নিজদের জোট প্রসঙ্গে বিমান বসু বলেন, “আমরা আসন সমঝোতা করে লড়াই করবো। আগামী দিনের আন্দোলন নিয়ে আমাদের কথা হয়েছে। আগামী ২৬ তারিখ দেশজুড়ে হরতাল আছে, তাই নিয়ে আলোচনা হয়েছে। ২৩ নভেম্বর কলকাতায় যৌথভাবে বড় মিছিল হবে বলেও এদিন জানান বিমান বসু।

আরও পড়ুন- এমাসেই ফের রাজ্যে আসতে পারেন শাহ, এবার লক্ষ্য উত্তরবঙ্গ!

Related articles

টেস্ট অধিনায়ক হিসাবে গাভাসকরেরও পছন্দ শুভমন গিল

রোহিত শর্মা(Rohit Sharma) পরবর্তী ভারতীয় টেস্ট দলের অধিনায়ক কে হবেন। এই নিয়েই এখন চর্চা তুঙ্গে। কারোর মুখে জসপ্রীত...

১০০ দিনের কাজে ৭১ কোটি টাকা দুর্নীতির অভিযোগ, মোদি রাজ্যে গ্রেফতার মন্ত্রী-পুত্র

একশো দিনের কাজে বিরাট দুর্নীতি নরেন্দ্র মোদির (Narendra Modi State) রাজ্যে। গুজরাট থেকে গ্রেফতার করা হল বিজেপি মন্ত্রীর...

ঐতিহ্যের সঙ্গে আধুনিকতা জরি শিল্পে, হাওড়া ‘জরি হাব’ থেকেই উত্তরণ শিল্পীদের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে প্রাণ ফিরে পাচ্ছে বাংলার সুপ্রাচীন জরি শিল্প। বাংলা বিশেষ করে হাওড়ার জরি শিল্প আদতে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম

১৮ মে (রবিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version