Sunday, January 11, 2026

ভ্যাকসিনের জন্যই চাঙ্গা শেয়ারবাজার? ফের নয়া রেকর্ড সেনসেক্স-নিফটি’র

Date:

Share post:

ফুরফুরে মেজাজে শেয়ারবাজার। মঙ্গলবার নয়া রেকর্ড গড়ল ভারতের শেয়ার সূচক। যেখানে মুখ্য ভূমিকা নিয়েছে ব্যাংকিং এবং অর্থনৈতিক পরিষেবা ক্ষেত্র। এই দুই ক্ষেত্রের শেয়ারের দর এদিন সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। এই প্রথমবার ৪৪,০০০ পয়েন্টের লক্ষ্মণরেখা পার করে গিয়েছিল সেনসেক্স। সেই সঙ্গে নিফটি ৫০ সূচকও সর্বকালের সেরা ১২,৯৩৪.০৫ পয়েন্টের স্তরে পৌঁছে যায়।

বিশ্বে আশার আলো জাগিয়ে ফাইজার-এর পরে আরও একটি কোভিড ভ্যাকসিনের আবিষ্কারের কথা শোনা গিয়েছে। যার নাম মডার্না। ক্লিনিক্যাল ট্রায়ালে করোনার প্রতিরোধে ৯৪.৫ শতাংশ কার্যকরী প্রমাণিত হয়েছে বলে মার্কিন এই ওষুধ সংস্থাটির দাবি। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নতুন আয়ুধের খবরে স্বভাবতই খুশি লগ্নিকারীরা। যার প্রতিফলন ঘটেছে শেয়ার সূচকে।

বাজার বন্ধ হওয়ার সময় ০.৭২ শতাংশ বা ৩১৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে সেনসেক্স দাঁড়ায় ৪৩,৯৫৩ পয়েন্ট। অন্যদিকে নিফটি ৫০ সূচক বৃদ্ধি পেয়েছে ৯৪ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ। দিনের শেষে সূচক গিয়ে দাঁড়ায় ১২,৮৭৪ পয়েন্ট।

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ১১টি ক্ষেত্রগত সূচকের মধ্যে সাতটি বাজার বন্ধ হওয়ার সময় ছিল ঊর্ধ্বমুখী। এর মধ্যে নিফটি মেটাল সূচক ২.৪ শতাংশ বৃদ্ধি পায়; যা সমস্ত ক্ষেত্রগত সূচকের মধ্যে সর্বাধিক। এ ছাড়া নিফটি ব্যাংক, অটো, অর্থনৈতিক পরিষেবা, PSU ব্যাংক এবং বেসরকারি ব্যাংকের সূচক এদিন ১ থেকে ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, মিডিয়া, আইটি এবং এফএমসি-র শেয়ার বিক্রির সামান্য চাপ লক্ষ্য করা গিয়েছে।

নিফটিতে এদিন টাটা মোটর্সের শেয়ারের দাম সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে। ৬.১৫ শতাংশ বেড়ে বাজার বন্ধ হওয়ার সময় সূচক ছিল ১৫৮। এছাড়া টাটা স্টিল, HDFC লাইফ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আদানি পোর্টস, SBI লাইফ, বাজাজ ফিন্যান্স, এইচডিএফসি ব্যাংক এবং L&T-র শেয়ারের দর বেড়েছে ২ থেকে ৬ শতাংশ।

আর ফ্লপ সাইডে রয়েছে ভারত পেট্রোলিয়াম, হিরো মোটোকর্প, এনটিপিসি, ইন্ডিয়ান অয়েল, ওএনজিসি, ডঃ রেড্ডি’স ল্যাব, এইচসিএল টেকনোলজিস, ইনফোসিস এবং জেএসডাব্লু স্টিলের মতো হাইপ্রোফাইল সংস্থার নাম।

আরও পড়ুন : নামে মুসলিমদের প্রতিনিধি, মিম বিজেপির দালাল! দাবি অধীরের

spot_img

Related articles

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...

পদ্ধতির ভুল তুলে ধরে অব্যহতি চেয়েছিলেন AERO, উল্টে শাস্তি দেওয়ার হুমকি কমিশনের!

গোটা রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন প্রায় প্রতিদিন মৃত্যু হচ্ছে বিএলওদের। অথবা অসুস্থ হয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁদের...

‘হামলার’ প্রতিবাদে পথে শুভেন্দু: ‘জয় বাংলা’ স্লোগানে চিত্ত চাঞ্চল্য, কটাক্ষ তৃণমূলের

চন্দ্রকোনায় শনিবার রাতে এক নাটকীয় চিত্রনাট্য রচনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ইস্যুকে হাতিয়ার করে কলকাতা শহরে...