Tuesday, May 6, 2025

ছট পুজোর জন্য ১৬টি কৃত্রিম জলাশয়ের ব্যবস্থা কলকাতা পুরসভার

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের নির্দেশে এ বছর ছট পুজোর জন্য রবীন্দ্র সরোবর পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে। ইতিমধ্যেই টিনের বড় শেড করে ঘিরে ফেলা হয়েছে রবীন্দ্র সরোবর লেক। যাতে কেউ বাইরে থেকে কোনওভাবে ঢুকতে না পারেন। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তবে শহরের মানুষ যাতে ছট পুজোর রীতি-আচার থেকে বঞ্চিত না হন, রাজ্য সরকার ও কলকাতা পুরসভার পক্ষে তার ব্যবস্থা করা হয়েছে। এবং ছট পুজোর জন্য ট্র্যাডিশনাল কিছু ঘাট বন্ধ থাকার দরুণ সাধারণ মানুষের জন্য তাঁদের বাড়ির কাছেই এই কৃত্রিম জলাশয় করা হচ্ছে।

আর আজ, বুধবার কৃত্রিম জলাশয় দেখতে দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডে কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। এই স্থান পরিদর্শন করেন তিনি। তিনি জানান, এ বছর ছট পুজোর জন্য যে সমস্ত শহর কলকাতায় কৃত্রিম জলাশয়ের ব্যবস্থা করা হয়েছে। কারণ, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, এ বছর ছট পুজোর অন্যতম বড় ঘাট রবীন্দ্র সরোবর বন্ধ থাকছে। তাই সাধারণ মানুষের জন্য তাঁদের বাড়ির কাছেই এই কৃত্রিম জলাশয় করা হচ্ছে।

এ বছর ছট পুজোর জন্য মোট ৪৪টি ঘাট করা হয়েছে। তার মধ্যে ১৬টি কৃত্রিম জলাশয় রয়েছে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। এবং কলকাতা পুরসভার পক্ষ থেকে সমস্ত বন্দোবস্ত করে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, যেখানে কৃত্রিম জলাশয় থাকছে তার পাশে বায়ো-টয়লেট, চেঞ্জিং রুম এবং পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থাও করা হচ্ছে। এছাড়া বিভিন্ন সংগঠনও থাকছে। তাদের পক্ষ থেকে দর্শনার্থী ও পুণ্যার্থীদের প্রাতরাশ এবং অন্যান্য সামগ্রী আয়োজন করার ব্যবস্থা করা হচ্ছে। যাঁরা ছট পুজোয় অংশ নেবেন তাঁদের যাতে কোনওরকম অসুবিধা না হয় সে দিকটি মাথায় রেখেই এই কৃত্রিম জলাশয় ব্যবস্থা করা হয়েছে। পরবর্তী সময়ে কৃত্রিম জলাশয়গুলোকে পাকাপাকিভাবে করা যায় কিনা তা নিয়েও ভাবনা চিন্তা করা হবে বলে এদিন জানিয়েছেন ফিরহাদ হাকিম।

আরও পড়ুন- শেষ পর্যন্ত ১৬ বছর পর ইংল্যান্ডেরপাকিস্তান সফর চূড়ান্ত

spot_img

Related articles

আইন-শৃঙ্খলায় জোর: ফরাক্কা-ধুলিয়ান-সুতি নিয়ে নয়া মহকুমার ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইন-শৃঙ্খলায় জোর। ফরাক্কা (Farakka), ধুলিয়ান, সুতি নিয়ে নতুন মহকুমা তৈরি হবে। মঙ্গলবার সুতি-তে ছাবঘাটি ক্ষুদিরাম দাস বিদ্যালয়ের সংলগ্ন...

কানাডায় প্রকাশ্যে মোদি-শাহর কুশপুতুল দাহ! কড়া বার্তা বিদেশমন্ত্রকের

কানাডায় খালিস্তানপন্থীদের ভারত-বিরোধী মিছিলের তীব্র নিন্দা বিশ্বের কোণায় কোণায়। টরন্টোয় (Toronto) খালিস্তানিপন্থীদের মিছিলে ট্রাকে ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও...

কাশ্মীরে শহিদ ঝন্টু শেখের স্ত্রীকে সরকারি চাকরি, হিংসায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা মুখ্যমন্ত্রীর

কাশ্মীরে শহিদ তেহট্টের জওয়ান ঝন্টু আলি শেখের পরিবারে পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জঙ্গিদের লড়াইয়ে শহিদ হয়েছিলেন...

১৪ দিন পার! পহেলগাম হামলায় ১৪ প্রশ্নের উত্তর কোথায়, কেন্দ্রকে প্রশ্ন তৃণমূলের

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর কেটে গিয়েছে ১৪ দিন। এখনও অধরা মাস্টারমাইন্ড আক্ষরিক অর্থেই কোনও জবাবই দিতে পারেনি কেন্দ্রের...