শেষ পর্যন্ত ১৬ বছর পর ইংল্যান্ডেরপাকিস্তান সফর চূড়ান্ত

অনেক দিন ধরেই চলছিল আলোচনা। আদৌ কি পাক সফরে যাবে ইংল্যান্ড? সঙ্গে যোগ হয়েছিল মহামারির আবহ। সবমিলিয়ে ইংল্যান্ডের পাকিস্তান সফরের ভাগ্য ঝুলছিল অনিশ্চয়তার সুতোয়। অবশেষে চূড়ান্ত হয়েছে দুই দলের টি-টোয়েন্টি সিরিজের সূচি।
১৬ বছর পর ২০২১ এর অক্টোবরে পাক সফরে যাবে ইংলিশরা।বুধবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ও পাকিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। আগামী বছরের ১৪ ও ১৫ অক্টোবর করাচিতে হবে ম্যাচ দুটি।
পাকিস্তানে সিরিজ শেষেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত আসবে ইংল্যান্ড।
নিরাপত্তা শঙ্কায় ২০০৫ সালের পর আর পাকিস্তান সফরে যায়নি ইংল্যান্ড। কিন্তু কিছুদিন আগে করোনা ভাইরাসের সংকটময় সময়েও ইংলিশদের মাঠে খেলে ফিরেছে পাকিস্তান। এরপরই দলটিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার আমন্ত্রণ জানিয়েছিল পিসিবি। দুই বোর্ডের আলোচনায় চূড়ান্ত হয়েছে দুটি ম্যাচ।
সবাই ভেবেছিলেন, সিরিজটি হতে পারে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে। কিন্তু সেই সময়ে শ্রীলঙ্কা ও ভারত সফর করবে ইংল্যান্ড।
ইংল্যান্ডের এই পদক্ষেপের পর অস্ট্রেলিয়াও পাকিস্তান সফরের জন্য রাজি হবে বলে প্রত্যাশা করছে পিসিবি।
“দেশের মাটিতে আমরা নিউ জিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার পর আসবে পূর্ণ শক্তির ইংল্যান্ড দল। আমরা আশা করছি, এফটিপিতে থাকা সিরিজ খেলতে ২০২২ সালের শুরুতে অস্ট্রেলিয়াও পাকিস্তান সফর করবে।

Previous articleকরোনার সঙ্গে সার্স, মার্স, সিসিএইচএফ, নোভেল ইনফ্লুয়েঞ্জাকে মহামারীর তালিকাভুক্ত করল রাজ্য
Next articleছট পুজোর জন্য ১৬টি কৃত্রিম জলাশয়ের ব্যবস্থা কলকাতা পুরসভার