Sunday, January 11, 2026

মজবুত হোক ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাইডেনের সঙ্গে ফোনে কথা মোদির

Date:

Share post:

বারাক ওবামা থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই ভালোর পথে। তবে ট্রাম্পের শাসন কাল চলে যাওয়ার পর মোদী জমানায় ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক কেমন হবে তা নিয়ে একটা জল্পনা ছিলই। এসব কিছুর মাঝেই এবার আমেরিকার হবু প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প।

জানা গেছে, গত মঙ্গলবার বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।হবু প্রেসিডেন্টকে অভিনন্দন জানানোর পাশাপাশি আমেরিকা-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়ে দীর্ঘক্ষন কথা হয় দুই রাষ্ট্রনায়কের। শুধু তাই নয় আমেরিকার উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসকেও শুভেচ্ছা জানান মোদি। এদিন এ প্রসঙ্গে টুইট করে প্রধানমন্ত্রী লেখেন, ‘জো বাইডেনের সঙ্গে ফোনে কথা হয়েছে। ওনাকে শুভেচ্ছা জানিয়েছি। ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও দীর্ঘক্ষন কথা হয়। করোনা পরিস্থিতি, জলবায়ু পরিবর্তনের মতো একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে বাইডেনের সঙ্গে।’

আরও পড়ুন:ভ্যাকসিনের জন্যই চাঙ্গা শেয়ারবাজার? ফের নয়া রেকর্ড সেনসেক্স-নিফটি’র

উল্লেখ্য, সদ্য শেষ হওয়া আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে। ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তবে হেরে গেলেও হার স্বীকার করতে রাজি ছিলেন না ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে আইনি প্রক্রিয়ায় হাঁটার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প। তবে আদালতে খারিজ হয়ে যায় সে মামলা। অতঃপর কোনও উপায় না দেখে সম্প্রতি নিজের হার স্বীকার করে নেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কবে নির্বাচনে কারচুপির অভিযোগ থেকে এখনও সরেননি তিনি।

spot_img

Related articles

নিম্নচাপের মেঘে পথ হারালো শীত, একধাক্কায় ১৫ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা!

রবিবাসরীয় সকালে কনকনে শীতের (Winter ) ভাব উধাও। একদিনে প্রায় সাড়ে তিন ডিগ্রি পারদ বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা...

রবিবার সকালে সুখবর দিলেন অদিতি, গায়িকার কোল আলো করে এল পুত্র সন্তান

রবিবার সকালে মিলল সুখবর, মা হলেন গায়িকা অদিতি মুন্সী (Aditi Munshi)। কীর্তন শিল্পী ও দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty)...

ভেনেজুয়েলার পর সিরিয়া, আকাশপথে হামলা আমেরিকার!

সিরিয়া (Syria) জুড়ে আইএসকে (IS) লক্ষ্য করে মার্কিন সেনার হামলা। মুহুর্মুহু গোলাবর্ষণ অন্তত ৩৫টি নিশানায়। মার্কিন সেন্টার কমান্ডোর...

‘আত্মহত্যার নাটক’ করেছিলেন দেবলীনা! নেটপাড়ার রোষানলে পড়তেই হাসপাতাল থেকে জবাব গায়িকার

৭৮টি ঘুমের ওষুধ খাওয়ার খবর থেকে, শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে যেকোনও একটাকে বেছে নিতে না পারার জন্য...