সুপ্রিম কোর্টে আবেদন খারিজ,ত্রিপুরার নতুন ডিজিপি হলেন ভিএস যাদব

ত্রিপুরার নতুন ডিজিপি পদে নিযুক্ত হলেন ভিএস যাদব। গত জানুয়ারি মাসে একে শুক্লা অবসর নিয়েছিলেন। তারপর থেকে এই দশ মাস অস্থায়ীভাবে এই দায়িত্ব সামলেছেন রাজীব সিং। শেষ পর্যন্ত গতকাল মঙ্গলবার স্থায়ীভাবে ভি এস যাদবের নাম স্থায়ী নিয়োগকারী হিসেবে ঘোষণা করে ত্রিপুরা সরকার । যাদব ছাড়াও এই দৌড়ে ছিলেন আরও দু’জন। অনুরাগ ধ্যানকর এবং রাজীব সিং। ভিএস যাদব বর্তমানে ওবিসি কল্যাণ দফতরের প্রধানসচিব হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। যদিও ত্রিপুরা সরকারের দাবি ছিল, ১৯৮৮ ব্যাচের অমিতাভ রঞ্জনকে ডিজেপি করুক কেন্দ্রীয় সরকার । কিন্তু কেন্দ্রের তরফ থেকে তাঁকে ছাড়া হয়নি।
ডিজিপি পদে স্থায়ী নিয়োগের এই বিলম্বের কারণ যদিও ত্রিপুরা সরকারের করা একটি মামলা। কারণ, বিপ্লব দের সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে আবেদন জানিয়েছিল, ৩০ বছর নয় ২৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তাকে ডিজিপি পদে নিয়োগ করতে পারবে রাজ্য, এমন নির্দেশ দিক আদালত। যদিও সুপ্রিম কোর্ট ত্রিপুরা সরকারের সেই আবেদনে সাড়া দেয়নি।

Previous articleধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, নয়া আইন পাসের পথে বাংলাদেশ
Next article‘তীর্থ দর্শন করে গেলাম’, ‘ফেলুদা’র বাড়িতে এসে অভিভূত অধীর