Saturday, May 3, 2025

করোনা বাধা হবে না বঙ্গ নির্বাচনে, ইঙ্গিত মুখ্য নির্বাচন কমিশনারের

Date:

বিহার নির্বাচন সম্পন্ন হওয়ার পর এবার প্রস্তুতিপর্ব শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, অতিমারি পরিস্থিতির মাঝে বাংলা সহ অন্যান্য রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনিল আরোরা। একেবারে সঠিক সময়ে আগামী মে-জুন মাসে বিধানসভা নির্বাচন হবে বলে ইঙ্গিত দিলেন তিনি।

করোনা পরিস্থিতিকে সঙ্গী করে সফলভাবে সম্পন্ন হয়েছে বিহার বিধানসভা নির্বাচন। যদি ওই নির্বাচনকে কেন্দ্র করে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। তবে সে সবকে তোয়াক্কা না করেই রীতিমতো চ্যালেঞ্জের সঙ্গে সফলভাবে সম্পন্ন হয় বিহারের নির্বাচন প্রক্রিয়া। এবারও ঠিক একই পদ্ধতিতে বাংলা সহ অন্যান্য রাজ্যে নির্বাচন সম্পন্ন করার চ্যালেঞ্জ নেওয়া হল কমিশনের তরফ। আগামী মে-জুন মাসে পশ্চিমবঙ্গ সহ অসম তামিলনাড়ু পুদুচেরিতে বিধানসভা ভোটের সম্ভাবনা রয়েছে। এই সমস্ত রাজ্যের সঠিক সময়েই নির্বাচন সম্পন্ন হবে বলে এদিন বুঝিয়ে দিয়েছেন কমিশনার সুনিল আরোরা। শুধু তাই নয় বিহারের পন্থাকে অবলম্বন করে শুরু হয়ে গিয়েছে ভোট যজ্ঞের প্রস্তুতি।

আরও পড়ুন:“হিন্দি ভাষীদের ভোটের দরকার, তার জন্যই ছটপুজো”, রাজ্য সরকারকে খোঁচা দিলীপের

এদিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কমিশনার সুনীল অরোরা বলেন, করোনা পরিস্থিতির মধ্যে বিহারের নির্বাচন কার্যত চ্যালেঞ্জ ছিল কমিশনের কাছে। তবে ভোটগ্রহণের সময় করোনা সংক্রমণের সম্ভাবনা রুখতে সমস্ত রকম জরুরি পদক্ষেপ করা হয়েছিল। ভোটার ভোট কর্মী নিরাপত্তাকর্মীসহ নির্বাচনের সঙ্গে যুক্ত সকলের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে রীতিমতো চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছিল কমিশন। এবং তা সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশের অন্যান্য রাজ্যে এবার নির্বাচন করাতে ঠিক একই পদ্ধতিকে হাতিয়ার করে সফলভাবে নির্বাচন সম্পন্ন করতে তৈরি জাতীয় নির্বাচন কমিশন।

Related articles

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...
Exit mobile version