Wednesday, November 5, 2025

জামিনের শর্ত অনুযায়ী ধর্ষিতা ও ধর্ষকের বিয়ে কারাগারে

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: ‘জামিনের শর্ত মেটাতে’ বাংলাদেশের ফেনীতে ‘ধর্ষণের শিকার’ এক কিশোরী ও এই মামলার আসামির বিয়ে সম্পন্ন হল কারাগারে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের উপস্থিতিতে জেলা কারাগার চত্বরে ছয় লাখ টাকা দেনমোহরে এই বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে বর-কনেসহ দুপক্ষের লোকজন, ধর্ষণ মামলার বাদী ও আসামী পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, সোনাগাজীর উত্তর চরদরবেশ গ্রামের স্থানীয় ইউপি সদস্য আবু সুফিয়ানের ছেলে জহিরুল ইসলাম জিয়ার সঙ্গে প্রতিবেশী এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্র ধরে বিয়ের প্রলোভনে গত ২৭ মে ওই কিশোরীকে ধর্ষণ করে প্রেমিক জহিরুল ইসলাম জিয়া। ঘটনার দিনই ওই কিশোরী জিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। গত ২৯ মে জিয়াকে পুলিশ গ্রেপ্তার করে পুলিশ। এরপর জামিন চাইতে হাইকোর্টে গেলে আদালত ওই কিশোরীকে বিয়ে করার শর্তে জিয়াকে জামিনের আশ্বাস দেওয়া হয়।

পুলিশ ও কারা কর্তৃপক্ষ জানায়, হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ গত ১ নভেম্বর বিয়ে করার শর্তে ধর্ষণ মামলার আসামি জিয়াউল হক জিয়াকে জামিন দেওয়া হবে বলে আশ্বাস দেয়।
ফেনীর জেল সুপার আনোয়ারুল করিম বলেন, উভয়পক্ষ সম্মত থাকলে ফেনী জেলা কারাগার কর্তৃপক্ষ আদেশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করবে এবং বিয়ে সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টকে অবহিত করবে। কারা কর্তৃপক্ষ বিয়ে রেজিস্ট্রি হয়েছে বলে প্রতিবেদন হাইকোর্টে জমা দিলে আদালত আসামির জামিনের আদেশ দেবে।
তিনি জানান, হাইকোর্টের নির্দেশনা পেয়ে দুই পরিবারের মধ্যে আলোচনাক্রমে বৃহস্পতিবার তাদের বিয়ের তারিখ ধার্য করা হয়েছিল। সেই মোতাবেক কনেসহ দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে পড়ানো হয়েছে। এই সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে পাঠানো হবে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, হাইকোর্টের নির্দেশনা মতে জেল সুপারের তত্ত্বাবধানে আইনজীবী, স্থানীয় জনপ্রতিনিধি এবং দুই পরিবারের লোকজন উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়েছে। কাজী আবদুর রহিম এই বিয়ে পড়ান বলে মনিরুজ্জামান জানান। মামলার আসামিপক্ষের আইনজীবী ফারুক আলমগীর বলেন, “ধর্ষণ মামলায় গত ২৯ মে আসামি জিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তারের পর থেকে তিনি ফেনী কারাগারে ছিলেন। নিম্ম আদালতে জামিন না হলে আমি জিয়ার জামিন চেয়ে হাইকোর্টে মিস মামলা দায়ের করেছিলাম। গত ১ নভেম্বর আদালত বিয়ের শর্তে তাকে জামিন দেওয়ার আশ্বাস দেয়।”

আরও পড়ুন:ডিডি-র প্রোগ্রামগুলির প্রথম দশে ‘ফির সুবহা হোগি’, কৃতিত্ব পরিচালক-প্রযোজকের

মামলার বাদীপক্ষের আইনজীবী নুরুল ইসলাম মজুমদার বলেন, “হাই কোর্টের নির্দেশনা মোতাবেক দুই পরিবারের বিয়ের মাধ্যমে আদালত ন্যায় বিচার করেছে। ধর্ষণ মামলার ক্ষেত্রে ফেনীতে এটি একটি নজিরবিহীন ঘটনা।” জিয়ার বাবা আবু সুফিয়ান বলেন, “আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। হাইকের্টের নির্দেশনা মেনে নিয়ে বিয়ে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট দপ্তরে তথ্য পাঠানোর পর আশা করি দ্রুত আমার ছেলের মুক্তি মিলবে। জহির মুক্তি পেলে বাড়িতে বড় করে অনুষ্ঠান করে ছেলের বউকে ঘরে তুলে নেব।”

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...