Saturday, August 23, 2025

সিঁড়িতেই বসে আদর দেশি কুকুরদের! সোশ্যাল মিডিয়ায় রতন টাটার প্রশংসায় নেটিজনরা

Date:

রতন টাটা। শুধু ভারত নয়, গোটা বিশ্বের প্রায় সব মানুষই এই নামটির সঙ্গে পরিচিত। টাটা গোষ্ঠীর কর্ণধার তো বটেই, সঙ্গে তাঁর পরিচিতি একজন অসাধারণ ব্যক্তিত্ব হিসেবেও। একাধিকবার, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ভাবে তিনি তাঁর ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন। কঠিন পরিস্থিতিতেও একাধিক ইস্যুতে মতবিরোধ করে প্রতিবাদও করেছেন। এছাড়াও করোনা মোকাবিলায় সাহায্য করতেও পিছুপা হননি তিনি। দান করেছেন অর্থ, হাসপাতাল। এছাড়াও করোনা পরিস্থিতিতেও কর্মীদের ওপর কোনও প্রভাব পড়তে দেননি তিনি। কর্মীদের বেতন দিয়ে গেছেন নিরবিচ্ছিন্নভাবে।


তবে রতন টাটা মানুষ ভালোবাসেন এ কথা যেমন জানা, তেমনই তাঁর পশুপ্রেমের কথাও সকলের জানা। কেরলের হাতি মৃত্যুর ঘটনার তিনি তীব্র প্রতিবাদ করেছিলেন। তেমনই পথ কুকুরদের জন্যও তাঁকে কথা বলতে দেখা গিয়েছে। রতন টাটা তাঁর ইনস্টাগ্রাম ও ট্যুইটার হ্যান্ডেল নিজেই দেখেন। সেখানে সব কিছু পোস্ট তিনি নিজেই করেন। এবারও তেমন একটি পোস্ট করে তিনি জিতে নিলেন সকলের মন। সম্প্রতি দিওয়ালি উপলক্ষ্যে তিনি একটি পোস্ট করেছেন। নিজের অফিসের সিঁড়িতে দুটি দেশি কুকুরের সঙ্গে বসে আছেন তিনি। তাঁর মুখে রয়েছে মাস্ক। এই ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “বোম্বে হাউসে ওদের সঙ্গে কাটানো একটি হৃদয়ছোঁয়া মুহূর্ত। বিশেষ করে গোয়ার সঙ্গে সময় কাটানো।” এবং নিজের পোস্টের উত্তরেও ওই দেশি কুকুরের নাম কেন গোয়া, তারও ব্যাখ্যা দিয়েছেন টাটাজি। এই পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় শুধু রতন টাটার প্রশংসা।

আরও পড়ুন- মালদহে বিধি ভেঙে বিজেপির বহুতল দলীয় কার্যালয়, অভিযোগ পুর প্রশাসকের

 

আরও পড়ুন- মালদহে বিধি ভেঙে বিজেপির বহুতল দলীয় কার্যালয়, অভিযোগ পুর প্রশাসকের

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version