Thursday, December 18, 2025

সলমন খানের অন্দরমহলে ঢুকে পড়ল করোনা, সেল্ফ আইসোলেশনে গোটা খান পরিবার

Date:

Share post:

সপরিবারে হোম আইসোলেশনে সলমন খান। না, তিনি করোনা আক্রান্ত হননি। তাঁর ব্যক্তিগত গাড়ির চালক অশোক ও বাড়ির দুই কর্মী কোভিডে আক্রান্ত জানতে পারার পরই তাঁদের চিকিত্‍‌সার যাবতীয় ব্যবস্থা করেন সলমান খান। সেইসঙ্গে আগামী ১৪ দিন তিনি সপরিবারে আইসোলেশনে থাকবেন বলে জানিয়েছেন। আক্রান্ত কর্মী ও চালককে হাসপাতালে ভরতি করা হয়েছে।

আরও পড়ুন : করোনার তৃতীয় ঢেউ দিল্লিতে! সর্বদল বৈঠকের ডাক কেজরিওয়ালের

প্রসঙ্গত, গত মার্চে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে লকডাউনের কথা ঘোষণা করেন, সেই সময় সলমন সপরিবারে কোয়ারান্টাইনে ছিলেন তাঁর পানভেলের ফার্ম হাউসে। পানভেলের ফার্ম হাউসে শুধু পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে আরামের দিন না-কাটিয়ে চাষবাসেও মন দেন তিনি। তাঁর বান্ধবী জ্যাকলিন ফার্নান্ডেজও কিছুদিন সেই ফার্ম হাউসে কাটিয়ে যান।

শুধু সলমন নন, তাঁর বাড়ি গ্যালাক্সির অন্যান্য বাসিন্দারাও আইসোলেশনে যাচ্ছেন বলে জানা গেছে। যদিও অনুরাগীদের নিশ্চিন্ত করে অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়েছে, সলমন ভালই আছেন। সামনেই সালমা খান ও সালিম খানের বিবাহবার্ষিকীর বিরাট সেলিব্রেশনের আয়োজন করা হয়েছিল। পরিকল্পনা ছিল ধুমধাম করে সেই অনুষ্ঠান পালন করবে খান পরিবার। আপাতত এই পরিস্থিতিতে সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এখন সলমন কেমন থাকেন, সেই দিকেই তাকিয়ে অনুরাগীরা।

আরও পড়ুন : প্রাণ হারালেন প্রথম সারির যোদ্ধারা, করোনা আক্রান্ত হয়ে রাজ্যে ফের মৃত্যু ৫ চিকিৎসকের

বর্তমানে জনপ্রিয় ভারতীয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর জন্য শুটিং করছেন সলমন। সামনেই নতুন এপিসোডের জন্য শুট করার কথা ছিল তাঁর। কিন্তু এই পরিস্থিতিতে সেটা নিয়েও ধোঁয়াশা দেখা দিয়েছে। প্রভু দেবা পরিচালিত ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিতে দিশা পাটানির বিপরীতে অভিনয় করেছেন ভাইজান। ছবির কাজ সম্প্রতি শেষ হয়েছে। ঠিক ছিল ছবিটি ইদের সময় মুক্তি পাবে। কিন্তু শেষ পর্যন্ত করোনার কারণে কাজ পিছিয়ে যায়। ফলে মুক্তিও স্থগিত করা হয়।

spot_img

Related articles

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...

২৯ ডিসেম্বরেই দুর্গাঙ্গনের শিলান্যাস, ঘোষণা মুখ্যমন্ত্রীর

২৯ ডিসেম্বর শিলান্যাস হবে দুর্গাঙ্গনের (Durgangan)। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে শিল্প কনক্লেভে মঞ্চ থেকেই শিলান্যাস অনুষ্ঠানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...

মেদিনীপুর-বর্ধমান ম্যাচ ড্র, জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য হাওড়া-হুগলির

বেঙ্গল সুপার লিগের(Bengal Super League) ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল এফসি মেদিনীপুর এবং বর্ধমান ব্লাস্টার্স। দুই দলই জয়েই ফিরতে...