Saturday, August 23, 2025

রামনগরের মেগা শো ঘিরে রাজনৈতিক মহলে সর্বোচ্চ কৌতূহল তৈরি করলেও সিদ্ধান্ত নিতে আরও সময় নিলেন শুভেন্দু অধিকারী৷

বহুচর্চিত রামনগরে ‘মেগা শো’-র মঞ্চে দাঁড়িয়ে বৃহস্পতিবার দু-একটি ইঙ্গিতপূর্ণ বাক্য ছাড়া তেমন কিছুই বললেন না শুভেন্দু ৷ সাম্প্রতিককালে ‘অরাজনৈতিক’ মঞ্চেই একের পর এক সভা করে একাধিক জল্পনা ও বিতর্ক তৈরি করলেও এদিন শুভেন্দু অধিকারী বলেছেন, “সমবায় মঞ্চ থেকে রাজনীতির কথা বলা যায়না”৷ এদিন শুভেন্দুর স্বল্প সময়ের বক্তৃতার মধ্যে ইঙ্গিতপূর্ণ কথাও দু-একটি বলেছেন৷ তিনি বলেছেন, “আমি এখনও একটি রাজনৈতিক দলের প্রাথমিক সদস্য ৷ এখনও মন্ত্রিসভার সদস্য৷ সেই দলের নিয়ন্ত্রকরা আমাকে তাড়ায়নি, আমিও ছাড়িনি”৷ পাশাপাশি তিনি এটাও বলেছেন, “যতক্ষণ একটা দলে আছি, ততক্ষণ রাজনীতির কথা এভাবে প্রকাশ্যে বলা যায়না৷ ‘আন- এথিক্যাল’ কাজ আমি করিনা”৷ এরপর প্রশ্নও উঠেছে, এই ‘যতক্ষণ’-টা কতক্ষণ ?

‘এখন বিশ্ব বাংলা সংবাদ’ বৃহস্পতিবার সকালেই জানিয়েছিলো, এদিনের সভায় উত্তাপ ছড়ানো হলেও, কার্যকর কিছুই হবেনা৷ এই মেগা শো-তে হয়েছেও ঠিক তেমনই৷এদিনের ‘সমবায়ী’-মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু মূলত তাঁর সঙ্গে সমবায় আন্দোলনের দীর্ঘদিনের সম্পর্কের কথাই বারবার তুলে ধরেন৷ তার ফাঁকেই অবশ্য বলেছেন, ‘নীতি-আদর্শ বিসর্জন দিয়ে কাজ করা সম্ভব নয়৷ আমি বসন্তের কোকিল নই৷ শুধু ভোট চাই-ভোট দাও বলিনা৷
বক্তব্যের শেষে যথারীতি শুভেন্দু অধিকারী বলেছেন, “এই পান্তা খাওয়া মানুষটির পাশে আগের মতোই আপনারা থাকবেন, এই বিশ্বাস আমার আছে”৷ এদিনের সভায় ভিড়ও হয়েছিলো চোখে পড়ার মতো৷

আরও পড়ুন-গল ব্লাডারে স্টোনেই কাবু বিনয়: খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী, উত্তরবঙ্গে থেকেও বার্তা নেই রাজ্যপালের!

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version