Saturday, May 3, 2025

হাথরস গণধর্ষণ কাণ্ডের পর সংবাদ সংগ্রহ করতে গিয়ে আটক হয়েছিলেন তিনি। গ্রেফতার হওয়ার ৫০ দিন পর আইনজীবীর সঙ্গে কথা বলার অনুমতি পেলেন কেরলের সাংবাদিক সিদ্দিকি কাপ্পানকে। তাও মাত্র পাঁচ মিনিটের জন্য।

ঘটনা কী? হাথরস গণধর্ষণ কাণ্ডের পর সংবাদ সংগ্রহ করতে যান সিদ্দিকি কাপ্পান। ওই খবর সংগ্রহ করতে গিয়ে আটক হন তিনি। গত ৫ অক্টোবর গ্রেফতার করা হয় বছর ৪১ এর ওই সাংবাদিককে। তাঁর বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা হয়। গ্রেফতার হওয়ার ৫০ দিন পর আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ পেলেন তিনি। পাঁচ মিনিটের ফোনে কাপ্পান তাঁর স্বাস্থ্য সম্পর্কে জানিয়েছেন আইনজীবী উইলস ম্যাথিউসকে। সেই সূত্রে জানা গিয়েছে, তাঁকে খাবার এবং ওষুধও সময়মতো দেওয়া হচ্ছে।

সোমবার উত্তরপ্রদেশ সরকারকে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। কাপ্পানের জামিনের আবেদন এবং তাঁর গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া পিটিশন মামলা নিয়েই এই নোটিস। ‘‌মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে’‌, এই মর্মে কেরল সাংবাদিক সংগঠন ভারতীয় সংবিধানের ৩২ নম্বর ধারায় সাংবিধানিক রেহাই চেয়ে পিটিশন দায়ের করেছিল। এরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে এই মামলা যায়। মামলার পরবর্তী শুনানি হবে আগামী শুক্রবার।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর মায়ের সঙ্গে মাঠে কাজ করতে যান উত্তরপ্রদেশের হাথরসের তরুণী। এরপরই নিখোঁজ হয়ে যান তিনি। পরিত্যক্ত জায়গা থেকে অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।  শরীর ভেসে যাচ্ছিল রক্তে। ১৫ দিনের লড়াই শেষে দিল্লির হাসপাতালে মৃত্যু হয় নির্যাতিতা তরুণীর। আর এই মৃত্যুর পরই উত্তাল হয় সারা দেশ। প্রাথমিক পর্যায়ে সংবাদমাধ্যমকে তরুণীর গ্রামে ঢোকার উপরও নিষেধাজ্ঞা জারি যোগী সরকার। পরিস্থিতি বেগতিক বুঝে শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে আসে সরকার।

আরও পড়ুন:আগামী বছরের শুরুতেই ভারতে কোভিড ভ্যাকসিন: আশার বাণী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

Related articles

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...
Exit mobile version