হাথরস গণধর্ষণ কাণ্ডের পর সংবাদ সংগ্রহ করতে গিয়ে আটক হয়েছিলেন তিনি। গ্রেফতার হওয়ার ৫০ দিন পর আইনজীবীর সঙ্গে কথা বলার অনুমতি পেলেন কেরলের সাংবাদিক সিদ্দিকি কাপ্পানকে। তাও মাত্র পাঁচ মিনিটের জন্য।
ঘটনা কী? হাথরস গণধর্ষণ কাণ্ডের পর সংবাদ সংগ্রহ করতে যান সিদ্দিকি কাপ্পান। ওই খবর সংগ্রহ করতে গিয়ে আটক হন তিনি। গত ৫ অক্টোবর গ্রেফতার করা হয় বছর ৪১ এর ওই সাংবাদিককে। তাঁর বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা হয়। গ্রেফতার হওয়ার ৫০ দিন পর আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ পেলেন তিনি। পাঁচ মিনিটের ফোনে কাপ্পান তাঁর স্বাস্থ্য সম্পর্কে জানিয়েছেন আইনজীবী উইলস ম্যাথিউসকে। সেই সূত্রে জানা গিয়েছে, তাঁকে খাবার এবং ওষুধও সময়মতো দেওয়া হচ্ছে।
সোমবার উত্তরপ্রদেশ সরকারকে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। কাপ্পানের জামিনের আবেদন এবং তাঁর গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া পিটিশন মামলা নিয়েই এই নোটিস। ‘মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে’, এই মর্মে কেরল সাংবাদিক সংগঠন ভারতীয় সংবিধানের ৩২ নম্বর ধারায় সাংবিধানিক রেহাই চেয়ে পিটিশন দায়ের করেছিল। এরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে এই মামলা যায়। মামলার পরবর্তী শুনানি হবে আগামী শুক্রবার।
আরও পড়ুন:আগামী বছরের শুরুতেই ভারতে কোভিড ভ্যাকসিন: আশার বাণী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর
