একুশের ভোটপ্রচারে বাংলায় ভাষণ দিয়ে চমক দিতে চাইছেন মোদি

বাংলার ভোট যত এগোচ্ছে, তত দ্রুত বাংলা শিখছেন প্রধানমন্ত্রী মোদি

একুশের ভোটের বাকি মাত্র কয়েকমাস৷ বিজেপি ঝাঁপিয়েছে বঙ্গ-জয়ের লক্ষ্যে ৷ নানা কৌশলে সাজানো হয়েছে হাতিয়ার৷ এই কৌশলেরই একটি অঙ্গ, প্রধানমন্ত্রীকে দিয়ে বাংলা ভাষায় বক্তৃতা দেওয়ানো৷

সূত্রের খবর, ভোটের আগে বাংলা ও বাঙালির মন জয় করতে একমনে বাংলা শিখছেন নরেন্দ্র মোদি। বাংলায় ভোট প্রচারে এসে তিনি বাংলায় বক্তৃতা দিতে চাইছেন৷ বাংলায় এসে চমক দেওয়ার জন্য শত ব্যস্ততার মাঝেও সময় বার করে বাধ্য ছাত্রের মতো বাংলা শিখছেন৷

আরও পড়ুন:শুভেন্দুকে ফের কড়া আক্রমণ কল্যাণের

মোদিজি তাঁর ভাষণে মাঝে মধ্যেই দু-এক লাইন বাংলা বলার চেষ্টা করেন৷ সম্প্রতি বাংলার জন্য টেলিভিশন বার্তায় ভাষণের শুরু ও শেষে তিনি বাংলা বলেছেন৷ এবার আর মাত্র দু-একটি বাংলা শব্দ নয়, বাংলায় এসে আর একটু বেশি বাংলা যাতে বলা যায়, সেজন্য এবার বাংলা শেখার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলা ভাষার সঠিক ও শুদ্ধ উচ্চারণ করতে চান তিনি। আগে কয়েকবার ভাষণে বাংলা কোনও বিশেষ কবিতা বা উদ্ধৃতি ব্যবহার করলেও উচ্চারণ নিয়ে সমালোচনা হয়েছে। তা শুদ্ধ করতেই এই চেষ্টা৷
পশ্চিমবঙ্গের ভোটে বিজেপির
প্রচারের প্রধান মুখ সেই নরেন্দ্র মোদিই। বিজেপি আগেই জানিয়েছে, বিশেষ কোনও মুখকে সামনে রেখে বাংলার ভোটে লড়াই করা হবে না। তাই যথারীতি বিজেপির একমাত্র ক্রাউড পুলার হবেন মোদিজিই। তাই তিনি এখন বাংলা উচ্চারণকে হিন্দিতে লিখে প্র্যাকটিস করছেন বলে সূত্রের খবর৷ প্রধানমন্ত্রীর দপ্তরের আধিকারিক এবং দলের জাতীয় স্তরে যেসব বাঙালি নেতা আছেন, তাঁদের সাহায্যেই স্ক্রিপ্ট লেখা হচ্ছে। জানা গিয়েছে, প্রতিটি শব্দের সঠিক ও নিখুঁত উচ্চারণই মোদির টার্গেট। একইসঙ্গে বাংলার মনীষীদের নিয়েও তিনি পড়াশোনা বাড়িয়েছেন। কিছু উক্তি মুখস্থ করার চেষ্টাও করছেন বলে জানা গিয়েছে৷