শুভেন্দুকে ফের কড়া আক্রমণ কল্যাণের

শুভেন্দু অধিকারীকে নাম না করে আক্রমণ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন,” মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে মিউনিসিপ্যালিটিতে আলু বেচতিস।”

শুভেন্দু রামনগরের সভায় ” এখনও দলে আছি” বলার পর কল্যাণ নরম হয়ে বলেন,” ও ভালো ছেলে।”

এরপর হুগলীতে গিয়ে কল্যাণকে পাল্টা দেন শুভেন্দু। তিনি বলেন,” অতীতে সিপিএম সাংসদ অনিল বসু ব্যক্তিগত কটূকথার রাজনীতি করতেন বলে মানুষ সমর্থন করত না। সমালোচনা হতে পারে। আমরা কেউ তার ঊর্ধ্বে নই। কিন্তু এখনকার যদি কোনো জনপ্রতিনিধি আমাকে বা আমার পরিবারকে ব্যক্তিগত কটূকথা বললে মানুষ সমর্থন করবেন না।” এনিয়ে জনতার মতামত নেন শুভেন্দু। জনতা তাঁকে সমর্থন করেন।

এরপর 24 ঘন্টা চ্যানেলে কল্যাণ কড়াভাবে বলেন,” যদি কেউ দলে থেকে, দলের মন্ত্রী থেকে, অন্য দলের সঙ্গে যোগাযোগ রেখে, আমাদের নেত্রীকে উপেক্ষা করে নিজেকে জাহির করেন, তাহলে আমি তার সমালোচনা করবই। আমিও লড়াই করে উঠে এসেছি। বাবার পরিচয়ে রাজনীতি করিনি। পেশাও করিনি।”

আরও পড়ুন:শীর্ষ নেতৃত্বই বোঝাচ্ছেন বঙ্গ-বিজেপি নেহাতই ‘দুধে ভাতে’: কণাদ দাশগুপ্তর কলম

শুভেন্দু যখন রহস্য জিইয়ে রেখেই দলের সঙ্গে আলোচনা চালাচ্ছেন ( কটি দলের সঙ্গে, তা নিয়ে জল্পনা প্রমাণিত); তখন আবার নতুন করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর চাপানউতোর নতুন করে উত্তাপ বাড়াচ্ছে।