Wednesday, November 12, 2025

কেরালার বিরুদ্ধে রক্ষণ মজবুত করে আক্রমণে নামতে চাইছে এটিকে মোহনবাগান

Date:

শুক্রবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে এটিকে-মোহনবাগান ও কেরল ব্লাস্টার্স। একদিকে গতবারের চ্যাম্পিয়ন টিম এটিকে। তারসঙ্গে এবার গাঁটছড়া বেঁধে খেলছে মোহনবাগান। দলের কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। বিপরীতে রয়েছে কেরল ব্লাস্টার্স। যে দলের কোচ আবার গত মরসুমে মোহনবাগানকে আই লিগে চ্যাম্পিয়ন করা স্পেনের কিবু ভিকুনা।

আরও পড়ুন : রাত পেরোলেই আইএসএলের ঢাকে কাঠি, নজর থাকবে যাদের দিকে

এটিকে মোহনবাগানের রক্ষণই সেরা। মাঝমাঠ ও আক্রমণ ভাগও বেশ শক্তিশালী। কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস, স্পেনের কোচ হওয়া সত্ত্বেও ওঁর পরিকল্পনায় জার্মানি ও ইটালির ঘরানার ছোঁয়া রয়েছে। রক্ষণ মজবুত করে আক্রমণে ওঠেন। গত মরসুমে আইএসএলে চ্যাম্পিয়ন হওয়া দলের অধিকাংশ ফুটবলারকেই রেখেছে এটিকে মোহনবাগান। আক্রমণে রয়েছেন রয় কৃষ্ণা–ডেভিড উইলিয়ামস–এডু গার্সিয়া। রক্ষণে তিরি–সন্দেশ ঝিঙ্ঘান জুটি। ফরওয়ার্ড মনবীর সিং, মাঝমাঠে সংযুক্তি ঘটেছে গ্লেন মার্টিন্স এবং শেখ সাহিলের মতো তরুণ ফুটবলারদের। দলের ভারতীয় স্কোয়াডও দুর্দান্ত শক্তিশালী। রয়েছেন ধীরজ সিং (‌গোলরক্ষক)‌, প্রীতম কোটাল, শুভাশিস বোস, প্রবীর দাস, প্রণয় হালদারের মতো খেলোয়াড়রা। তারকা খোচিত দল গড়ে এবছর ট্রফি ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী এটিকে মোহন বাগান।

অন্যদিকে, মোহনবাগানের আইলিগ জয়ী কোচ কিবু ভিকুনা, এবার আইএসএলে কেরালা ব্লাস্টার্সের দায়িত্বে রয়েছেন। স্পেনীয় ভঙ্গিতে পাসিং ফুটবলেই বিশ্বাস করেন কেরল ব্লাস্টার্সের কোচ। গত মরসুমে ওঁর কোচিংয়ে দারুণ খেলেছিল বাগান। দু’‌বার ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে না পারা কেরালা এবার বেশ দুর্দান্ত দল তৈরি করেছে।

দর্শকশূন্য স্টেডিয়ামে, গোয়ার মাটিতে ফিরছে দেশের সেরা ফুটবল লিগ ইন্ডিয়ান সুপার লিগ। প্রথম ম্যাচ খেলতে নামা দুই দলেই তারকাদের ছড়াছড়ি। দুই চ্যাম্পিয়ন কোচের লড়াই। একদিকে অ্যান্তোনিও লোপেজ হাবাস, অন্যদিকে কিবু ভিকুনা, দুজনেই স্প্যানিশ। তাই শুক্রবার গোয়ার মাটিতে, দেখা যেতে পারে, স্প্যানিশ ফুটবল ঘরানার লড়াই। সব মিলিয়ে বলাই যায় একটা টানটান উত্তেজনায় ভরপুর ম্যাচ দিয়েই শুরু হতে চলেছে এই বছরের আইএসএল।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version