শৈশবকে হারিয়ে না ফেলার পরামর্শ সচিনের

সচিন তেন্ডুলকরের পরামর্শ, আমরা বড় হলেও শৈশবের সরলতাকে যেন হারিয়ে না ফেলি।

আরও পড়ুন- কেরালার বিরুদ্ধে রক্ষণ মজবুত করে আক্রমণে নামতে চাইছে এটিকে মোহনবাগান
শিশু দিবসের একটি বিশেষ অনুষ্ঠানে সচিন বলেছেন, ‘‘শৈশবে আমরা যে স্বপ্ন দেখি, তা বড় হওয়ার পরে হারিয়ে যায়। শিশু হিসেবে এই পৃথিবীকে কিন্তু অনেক সহজ ভাবে দেখা যায়। আমাদের মনে রাখতে হবে, বড় হওয়ার পরে যেন সেই স্বপ্ন হারিয়ে না যায়।’’
নিশ্চয়ই ভাবছেন কী পরামর্শ দিলেন মাস্টার বাস্টার? তিনি কিন্তু শিশুদের সঙ্গে স্পষ্ট গল্প করতে করতে জানিয়েছেন, আমি স্বপ্ন দেখতাম ভারতের হয়ে প্রতিনিধিত্ব করব সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে কিন্তু শৈশবের সেই দিনগুলি আমি আজও ভুলতে পারি না।

 

Previous articleরত্না-মির্জাকে ইডির নোটিশ
Next articleমালদা বিস্ফোরণে মৃত বেড়ে ৬, তদন্তে এসটিএফ, ফরেন্সিক দলও