Thursday, August 28, 2025

বিজেপির সঙ্গেই থাকবে AIADMK, শাহর সফরেই মাঝেই ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর তামিলনাড়ু সফরের মাঝেই কেন্দ্র ও রাজ্যের শাসক দলের মধ্যে জোট অব্যাহত রাখার ঘোষণা। সামনের বছর বিধানসভা নির্বাচন তামিলনাড়ুতে। পরপর দুবার এই রাজ্যে ক্ষমতায় প্রয়াত জয়ললিতার দল এআইএডিএমকে। শনিবার চেন্নাই যান অমিত শাহ। আর এদিনই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী জানিয়েছেন, বিজেপির সঙ্গে আমাদের জোট অটুট থাকবে। আমরা কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের উন্নয়নমূলক কাজের সমর্থক। দুদলের মধ্যে বোঝাপড়াও মজবুত। রাজ্যে আমাদের নেতৃত্বে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। আগামী বিধানসভা ভোটে এআইএডিএমকে ও বিজেপির মধ্যে জোট অব্যাহত থাকছে।

সম্প্রতি নির্বাচনকে সামনে রেখে তামিলনাড়ুর শাসক দল এআইএডিএমকে-র মধ্যে মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী ও উপমুখ্যমন্ত্রী ও পনিরসেলভম গোষ্ঠী নিজেদের মধ্যে মতানৈক্য দূর করে ঐক্যবদ্ধ হয়েছে। বিধানসভা ভোটে যথারীতি মূল লড়াই এআইএডিএমকে এবং ডিএমকে জোটের মধ্যে। ২০১১ ও ২০১৬ পরপর দুদফায় টানা দশ বছর ক্ষমতায় থাকার পরে এবার রাজ্যে বিরোধী ডিএমকে জোটের বড় চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে ক্ষমতাসীন প্রয়াত জয়ললিতার দল। গত বছর লোকসভা ভোটেও দুর্দান্ত ফল করেছে ডিএমকে। স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকের জোটে আছে কংগ্রেস ও বামেরা। এই প্রথম তামিলনাড়ুতে এমন এক বিধানসভা নির্বাচন হতে চলেছে যেখানে দুই প্রবল প্রতিদ্বন্দ্বী জয়ললিতা ও করুণানিধি অনুপস্থিত। তাঁদের মৃত্যুর পর এবার রাজ্যের জনমত কোনদিকে থাকে তা দেখার অপেক্ষা।

আরও পড়ুন- শিক্ষায় রবীন্দ্রনাথ, সাহসিকতায় নেতাজি, প্রশাসনে মমতা: বিজেপিকে আক্রমণ কাকলির

Related articles

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...
Exit mobile version