Friday, August 22, 2025

“মা, অতিমারি করোনা থেকে মুক্তি দাও”- মহাসপ্তমীতে এই প্রার্থনাতেই জগৎজননী জগদ্ধাত্রীর আরাধনা শুরু করলেন চন্দননগরবাসী। সেই ১৯৮৪ সাল, তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর, আর মাঝে একটি বছরে প্রাকৃতিক বিপর্যয়ে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কিছুটা জৌলুস হারিয়েছিল। কিন্তু ২০২০ যেন সবকিছুকে ছাপিয়ে গেল। কলকাতা বনাম চন্দননগর পুজোর ক্ষেত্রেও অনেকটা সেরকম। চন্দননগরের সৃষ্টি আলো দুর্গাপুজো আলোকিত করল। বিপুল বাজেটের সাহায্যে সাবেকিয়ানা ভুলে কলকাতা মণ্ডপসজ্জার পাশাপাশি প্রতিমাতেও থিমের ছোঁয়া আনল। কিন্তু চন্দননগর মন্ডপ সজ্জায় থিমকে হাতিয়ার করলেও এঁদের সিংহভাগই সবেকিয়ানার সাথে বন্দি। চন্দননগরের প্রতিমা মানেই সুদৃশ্য-সুবিশাল, ডাকের সাজ সমৃদ্ধ জগৎজননী বলতে যা বোঝায় ঠিক তাই।

বাজেটের বিচারে কলকাতার কাছাকাছি না হলেও জগদ্ধাত্রীতে চন্দননগরে মানুষের জনসমাগম অনেককেই হার মানায়। কিন্তু এবার বাধ সেধেছে করোনা। চন্দননগর থেকে ভদ্রেশ্বর পর্যন্ত মোট ১৪টি নামজাদা পুজো কমিটি ঘট পুজোকেই বেছে নিয়েছেন। বাকি যে সমস্ত পুজোগুলি হচ্ছে তা মোটামুটি বললেই চলে। নেই সেভাবে আলোর জৌলুস। তবে প্রতিমায় আছে সেখানে আছে সাবেকিয়ানা। চন্দননগর বাগবাজার এবার ৩ডির দ্বারস্থ। কারণ আদালতের নিয়ম মেনে সামান্য লোকের দ্বারা বিসর্জনের দিন এখানের সুবিশাল প্রতিমা লরিতে তোলা সম্ভব নয়।

আরও পড়ুন:বিজেপি বিরোধী বিমল-বিনয়, সঙ্গে গোর্খালিগ- জিএনএলএফ: পাহাড়ে বিজেপি নো-হোয়্যার! কিশোর সাহার কলম

তাই তারা ঘট পুজো করে সেই ঘটকেই বিসর্জন দেবে। তবে দর্শকদের দুধের সাধ ঘোলে মেটাতে বাগবাজারের মণ্ডপে এলে তাঁরা ৩ডি প্রতিমার আয়োজন করেছে। চন্দননগর তেমাথা গোটা শহরে এই কমিটিই সর্বোচ্চ প্রতিমা করে থাকে বলে জানা। তবে করোনা আবহে তাঁরাও এবারে প্রতিমার উচ্চতা কিছুটা কম করেছে। মানকুন্ডু সার্বজনীন বরাবরই বড় পুজো হিসাবে খ্যাত। আলোকসজ্জা থেকে মঞ্চ কিংবা প্রতিমা সবকিছুতেই টেক্কা দিত পারত অন্য বারোয়ারিকে। কিন্তু এবারে তার সিকিভাগও নেই। তবে এবারের পুজোয় গোটা চন্দননগরবাসীর জগৎজননীর কাছে একটাই প্রার্থনা “মা করোনা থেকে জগৎকে রক্ষা মা”!! তাহলেই তো আসছে বছর আবার হবে মা।

Related articles

DHFC-র হাত ধরে বাংলায় ডুরান্ড আসুক, চাইছেন সঞ্জয়

মোহনবাগান, ইস্টবেঙ্গল নেই। কিন্তু ডুরান্ড ফাইনাল ঘিরে বাংলা জুড়ে হৈচৈ। হবে নাই বা কেন, অভিষেক হওয়া ডায়মন্ডহারবার এফসিকে(DHFC)...

কেরালায় ‘গণধর্ষণে’র শিকার মহেশতলার তরুণী, সাহায্যে টিম পাঠালেন সাংসদ অভিষেক

বামশাসিত কেরালায় (Kerala) গণধর্ষণের শিকার বাংলার পরিযায়ী শ্রমিক! নির্যাতিতা পাশে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বেনজির! সাংবাদিক বৈঠক ছাড়াই জয়েন্টের মেধা তালিকা প্রকাশ, সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বেনজির। নির্ধারিত সময়ের আগেই সাংবাদিক বৈঠক ছাড়াই ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুক্রবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই...

রাজনীতি করতে বাংলায় ‘পর্যটক’ মোদির আগমনে প্রধানমন্ত্রীকে ৫ প্রশ্ন তৃণমূলের

ছাব্বিশের ভোটের (WB Assembly Election) কথা মাথায় রেখে নির্বাচন পূর্ববর্তী 'নাটক' করতে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে বিজেপির...
Exit mobile version