Tuesday, August 26, 2025

ডোকলামের কাছে ৯ কিমি রাস্তা বানাল চিন!

Date:

Share post:

ডোকলামের নিকটবর্তী অঞ্চলে ভুটান থেকে প্রায় আড়াই কিলোমিটার ভিতরে ঢুকে চিন গ্রাম স্থাপন করেছে বলে সম্প্রতি এক রিপোর্ট প্রকাশ্যে এসেছে। এই ঘটনায় আবার মাথাচাড়া দিয়ে উঠেছে ভারতের পুরনো ক্ষত ডোকলাম। তবে চিনা আগ্রাসন এখানেই শেষ নয়, এবার জানা গেল গ্রামের পাশাপাশি ওই এলাকায় দীর্ঘ ৯ কিলোমিটার রাস্তা বানিয়েছে চিন। সম্প্রতি স্যাটেলাইট ফুটেজ বিশ্লেষণ করে এমন তথ্যই প্রকাশ্যে এনেছে সংবাদ মাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী দাবি করা হচ্ছে, চিন ডোকলাম প্লাটিউ-এর পূর্ব প্রান্তে ভুটান সীমান্ত থেকে দু কিলোমিটার দূরে শুধু গ্রাম নয়, ৯ কিলোমিটার দীর্ঘ রাস্তা বানানো হয়েছে। অনুমান করা হচ্ছে এই রাস্তা ‘জম্পলেরি রিজ’ পর্যন্ত পৌঁছানোর জন্য বিকল্প রাস্তা হিসেবে তৈরি করেছে চিন। ২০১৭ সালে ডোকলামে ভারত-চিন সংঘর্ষের সময় যে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, তিন বছর আগে চিনের নির্মাণ শ্রমিকরা ভারতীয় সেনা ক্যাম্পের নিকটবর্তী ‘জম্পলেরি রিজ’ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে। যদিও চিনের সে চেষ্টা ব্যর্থ করে দেয় ভারত। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ওই পারে গিয়ে চিনা বুলডোজার আটকে দেওয়া হয়েছিল ভারতের তরফে। জানা যায় এই এলাকা সিকিম সীমান্ত ও ডোকলামের মধ্যবর্তী অঞ্চল। স্যাটেলাইট ফুটেজ অনুযায়ী যে তথ্য প্রকাশ করা হয়েছে, তাতে এই এলাকায় যদি চিনের সেনাবাহিনী বিকল্প পথ ধরে প্রবেশ করে যায় তবে তা নিশ্চিত ভাবেই ভারতের জন্য উদ্বেগের।

প্রসঙ্গত, সম্প্রতি এক চিনা সাংবাদিকের টুইটে প্রকাশ্যে আসে ভুটান সীমান্তের দু’কিলোমিটার ভিতরে এবং ডোকলাম থেকে ৯ কিলোমিটার দূরে ১ গ্রাম স্থাপন করেছে চিন। এই তথ্য রীতিমতো সাড়া ফেলে দেয়। যদিও পরে ওই টুইটটি মুছে দেন ওই সাংবাদিক। তবে ওই পোস্ট দেখে বিশেষজ্ঞদের অনুমান, ভুটান সীমান্ত থেকে দুই কিলোমিটার ভেতরে ঢুকে ‘পাংদা’ নামের এই গ্রামটি তৈরি করেছে চিন।

আরও পড়ুন:কুণালকে ঠেকাতে আসরে নামতে বাধ্য হলেন অমিত

এদিকে এ ঘটনার কথা সম্পূর্ণরূপে অস্বীকার করেন ভারতে ভুটানের রাষ্ট্রদূত মেজর জেনারেল ভেতসপ নামগিয়েল। তিনি জানান, ভুটানের অন্দরে কোনও চিনা গ্রাম নেই। পাশাপাশি চিন ভুটানের মধ্যে কোনওরকম সমঝোতা হয়েছে কিনা সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সীমান্ত নিয়ে তিনি কোনও রকম মন্তব্য করবেন না। তবে ভুটান ও চিনের মধ্যে যে সীমান্ত আলোচনা চলছিল সেকথা কার্যত মেনে নিয়েছেন তিনি। তবে চিনের ওই সাংবাদিকের তরফে যে ছবি টুইট করা হয় তাতে স্পষ্ট দেখা যাচ্ছে নদীর ধারে রাস্তার উপর গড়ে উঠেছে গ্রাম ও ঘরবাড়ি। টুইটারে তিনি লেখেন, নতুন এই গ্রামে আমাদের স্থায়ী বাসিন্দারা রয়েছেন। তবে পরে সেটি ডিলিট করে দেওয়া হলেও বিশেষজ্ঞদের দাবি, শেয়ার করা ওই মানচিত্রে এটা স্পষ্ট যে ভুটানের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে চিন প্রশাসন। মানচিত্র অনুযায়ী ভুটান চিন সীমান্ত থেকে এলাকাটি আড়াই কিলোমিটার ভিতরে। যার অর্থ ভুটানের ১২ শতাংশ জমি দখল করেছে চিন। পাশাপাশি শেয়ার করা ওই ছবি এবং উপগ্রহ চিত্র খতিয়ে দেখে বিশেষজ্ঞরা জানিয়েছেন গ্রামটির যে অস্তিত্ব রয়েছে সেটা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে এর সঙ্গে নয়া উদ্বেগ ওই এলাকায় চিনের তৈরি ৯ কিলোমিটার দীর্ঘ রাস্তা।

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...