Thursday, August 21, 2025

আন্তঃজেলা রেল পরিষেবা চালু করতে চেয়ে রেলকে চিঠি রাজ্যের

Date:

জেলাগুলিতেও ট্রেন চলাচল স্বাভাবিক করতে হবে বলে গত কয়েক দিনে একাধিকবার বিক্ষোভ দেখিয়েছিলেন কয়েক হাজার মানুষ। এবার শহরতলির পর জেলাতেও লোকাল ট্রেন চালুর উদ্যোগ। আন্তঃজেলা রেল পরিষেবা চালু করতে চেয়ে রেলকে চিঠি দিলেন রাজ্যের পরিবহন সচিব। পরিবহন সচিব রাজেশ সিনহা পূর্ব রেলের চিফ অপারেশন ম্যানেজার উৎপল কুমার বলকে দিলেন আন্তঃজেলা রেল পরিষেবা চালু করতে চেয়ে চিঠি।

এই চিঠিতে উল্লেখ করা হয়েছে,গত ১১ নভেম্বর থেকে রাজ্যে লোকাল ট্রেন চলছে শহরতলির জন্য। অন্যান্য জেলা তথা আন্তঃজেলার বেশ কিছু পরিষেবা যেমন বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার মত জেলাগুলিতে এই পরিষেবা চলছে। রাজ্যে যে SOP চালু করা হয়েছিল লোকাল চালু করার জন্য সেই SOP-কেই মান্যতা দিয়ে সেখানকার ট্রেন চালু করা হোক। এরই সঙ্গে সাধারণ মানুষের যে দাবি ছিল তার কথা উল্লেখ করা হয়েছে এই চিঠিতে।

পাশাপাশি রেলের থেকে জানতে চাওয়া হয়েছে, তারা এই কাজটা কত দিনের মধ্যে করতে চাইছেন? কীভাবে রেল পরিষেবা চালু করা যাবে ? সেক্ষেত্রে রাজ্যের কী কী সাহায্যের দরকার হবে ? এই সংক্রান্ত উত্তর চাওয়া হয়েছে এই চিঠিতে।

রাজ্যের তরফ থেকে চাওয়া হয়েছে একটি সম্ভাব্য দিন। যেদিন থেকে রেল পরিষেবা চালু করা যাবে। রাজ্যের অনুরোধ মেনে যদি রেল চালু করা হয় তাহলে বলা যেতেই পারে দূরপাল্লার রেল পরিষেবা সম্পূর্ণ রেলের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। সেগুলি বাদ দিলে রাজ্যের মধ্যে যেগুলো পরিষেবাগুলি হয় তার সম্পূর্ণটাই চালু হয়ে যাবে।

রেল সূত্রে খবর, রাজ্যের চিঠি পাওয়ার পরে তারা নিজেদের মধ্যে আলোচনায় বসবে। আগামী সপ্তাহে। এবং আগামী সপ্তাহে বৈঠকের ভিত্তিতে দিন ঘোষণাও হয়ে যেতে পারে। অর্থাৎ কবে থেকে আন্তঃজেলা রেল পরিষেবা চালু করতে চায় রেল।

আরও পড়ুন- তাহলে রাজনীতিতে? সম্ভাবনা উড়িয়ে দিলেন না সৌরভ!

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version