Sunday, August 24, 2025

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গিয়ে যে চতুর্ডিহি গ্রামে আদিবাসী পরিবারের মধ্যাহ্নভোজন সেরেছিলেন, তার থেকে কিছুটা দূরে খাতড়ায় সোমবার, সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তিনি স্পষ্ট ভাষায় অভিযোগ করেন। বলেন, অমিত শাহ ফাইভ স্টার হোটেল থেকে খাবার আনিয়ে আদিবাসী পরিবারে বসে খেয়েছেন। সেই পরিবারের মহিলারা তরকারি কাটছেন বলে ছবি দেখানো হয়েছে- যে বাঁধাকপি বা ধনেপাতা তাঁরা কাটছিলেন- তার কিছুই অমিত শাহের মধ্যাহ্নভোজের তালিকায় ছিল না। উল্টে বাসমতি চালের ভাত, পোস্তর বড়া খেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয়। কেন্দ্রের বিজেপি সরকারের মন্ত্রীদের এইসব ‘নাটক’ রাজ্যের মানুষ বুঝতে পেরেছেন বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুধু তাই নয়, বাঁকুড়া সফরে গিয়ে অমিত শাহ বীরসামুণ্ডার মূর্তিতে মাল্যদান করেন বলে জানায় বিজেপি। এদিন, প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, যে মূর্তিতে অমিত শাহ মালা দিয়েছেন, সেটা বীরসা মুণ্ডার নয়, একজন আদিবাসী শিকারির মূর্তি।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বাংলার মাটিকে চেনেন না কেন্দ্রের মন্ত্রীরা। কিন্তু এখানে এসে জনদরদি হওয়ার ‘নাটক’ করে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন না করেন। একই সঙ্গে বিজেপির নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, ভোটের আগে বাইরে থেকে লোক এনে বাংলায় ধর্মীয় বিভাজন করার চেষ্টা করে বেশ কিছু রাজনৈতিক দল।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version