Monday, August 25, 2025

অবশেষে অভিমান মিটল শোভন-বৈশাখীর। মেটালেন খোদ দিলীপ ঘোষ। আর অভিমানের পালা মেটার পর দিলীপ বললেন, এগুলো কোনও ইস্যু নয়। সমস্যা মিটে যাওয়ার পর প্রশান্তির হাসি ছড়িয়ে বৈশাখী মধ্যাহ্নভোজে দিলীপকে আমন্ত্রণ জানিয়ে বসলেন।

কী হয়েছিল? যার জন্য শোভন-বৈশাখী আসেননি বিজয়া সম্মিলনীতে? শোভন অভিযোগ করেন, শনিবার বৈশাখীর ফোনে বিজেপি থেকে ফোন যায়। বলা হয়, রবিবার বিজয়া সম্মিলনীতে শোভনবাবুকে আসতে বলবেন। বৈশাখীকে আমন্ত্রণ করা হয়নি। প্রাক্তন মেয়রের এই ব্যবহার বড্ড আঁতে লাগে। তাঁরা কেউই যাবেন না জানিয়ে দেন। এ নিয়ে জলঘোলা হতে থাকে। একটি মহল বলতে থাকে এই জুটিকে যারা অপছন্দ করেন, তারা ইচ্ছাকৃতভাবে এই কাজটি করেছেন। যাতে দুদিন আগে মেনন-অমিতাভর শোভনের বাড়িতে সফল দৌত্যে চোনা পড়ে। আর এর পিছনে কেউ কেউ রাজ্য সভাপতির প্রচ্ছন্ন মদতও দেখছিলেন।

বিতর্কের মাঝে পাল্টা দিলীপ বলেন, ওদের ফোন করা হয়েছিল। বোধহয় ফোনটোন ধরেননি। নাছোড় বৈশাখী জানান, এরকম কোনও ফোন তাঁর কাছে আসেনি। কথাটা ঠিক নয়। ফলে বিতর্ক চড়তে থাকে। মতান্তর মেটাতে নামেন মেননরা। আমন্ত্রণের দায়িত্বে ছিলেন সাংস্কৃতিক সেলের অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়। তিনি অবশ্য জানান, ভুলটা তাঁরই হয়েছে। তবে তিনি যা করেছেন তা দলের নির্দেশেই। এরপরই সক্রিয় হন দিলীপ। শোভনের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। মেননদের জানান, কিছুতেই ওদের ফোনে পাওয়া যাচ্ছে না। মেনন বোঝেন আসলে দলে একটা লবি বিরোধিতায় নেমেছে, যেখানে সামনে রাখা হচ্ছে দিলীপের নাম। যিনি বিষয়টির মধ্যে জড়িয়েই ছিলেন না! মেনন যোগাযোগ করেন বৈশাখীর সঙ্গে। বলেন, দিলীপদা খুঁজছেন। শুনে দিলীপকে রবিবার রাতে ফোন করেন বৈশাখী। দিলীপ বলেন, দুজনকে বলা হয়নি, আমি জানতামই না। আপনি আসুন দলের কাজে। আর এতেই সব অভিমান শেষ। বৈশাখী জানান, আগামিদিনে দিলীপদার নেতৃত্বেই কাজ করতে মুখিয়ে আছি। শুধু তাই নয়, রাজ্য সভাপতিকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়েছি। দিলীপদা আসবেন বলে কথা দিয়েছেন, দাবি বৈশাখীর।

 

Related articles

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...
Exit mobile version